ছিনতাইমুক্ত ভৈরব দে, নৈলে শাড়ী নে চুড়ি নে। এমন শ্লোগান দিয়ে থানায় শাড়ি চুড়ি নিয়ে যুব সমাজের হাজিরের পরই নড়েচড়ে বসে পুলিশ। এই রাতেই পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও ছিনতাইকারীসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ জুলাই) বিকেল ৫ টায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে ব্যাপক হারে বেড়ে যায় ছিনতাই। প্রতিরোধে শনিবার (২ জুলাই) যুবসমাজের ব্যানারে ছিনতাই বিরোধীরা প্রতিবাদ সমাবেশ শেষে শাড়ি ও চুড়িসহ মিছিল নিয়ে থানায় গিয়ে অবস্থান নেয়। এই সময় পুলিশ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় তারা। ছিনতাই মুক্ত ভৈরব দে, নইলে শাড়ি নে চুড়ি নে। ওই সময় মিছিলকারীরা ওসি ফুয়াদ রুহানীকে তিন দিনের আলটিমেটাম দেয়। এর পর ওই দিন রাতেই অভিযানে নামে পুলিশ। ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ২৩ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি ঘটনার সত্যতা স্বীকার করেন।
অভিযানে আটক ছিনতাইকারীরা হলেন: সবুজ (২৩) হেলাল (২৫), নাঈম (২৩), রায়হান (২০), আরাফাত (৩৩), ওসমান (১৮), সোহেল মিয়া (২৮), মো. ফুল মিয়া (৩৬), হৃদয় (২৫), রনি মিয়া (৩২), বিল্লাল মিয়া (২০),সানি (৩৩), বিজয় (২৮), সুমন (২০), মাহিন (২১), নামিন (২০), মনির হোসেন (২৮), ফরহাদ (২৫), আকাশ (৩২), গোলাম মোস্তফা (৪২), জনি (২৬), দুলাল (৪৫)।
উল্লেখ্য, ২ আগস্ট, শনিবার সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থানের সামনে ছিনতাই কবলে পড়ে পরিবারটি। এসময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীররা সকালে থানায় অভিযোগ জানাতে গেলে এএস আই ফরিদুজ্জামান অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী অসুস্থ বাবার ছেলে ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বিকেল চারটায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানি বলেন, ভৈরবে চুরি ছিনতাই বেড়েছে তা অস্বীকার করার সুযোগ নেয়। কিন্তু ভৈরব থানা পুলিশ প্রতিদিন কোন না কোন চোর ছিনতাইকারী গ্রেপ্তার করছে। তবে তারা বেশি দিন কারাগারে থাকে না। সহজেই জামিনে বেরিয়ে আসে। গতরাতে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ছিনতাইকারী সহ বিভিন্ন অভিযোগে ২৩ জন কে আটক করে আদালতে পাঠিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেএন/টিএ