‘প্রফেসর ইউনূস ও তার দলকে দেখে আর আশা নেই। এখন আমি আশা করা ছেড়ে দিয়েছি।‘ এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ৩ আগস্ট সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমি ১৬ বছর শেখ হাসিনার আমলে হতাশ হইনি। সব সময় মনে করেছি, এ দেশটা উঠে আসবে এবং একদিন এশিয়ার কমপক্ষে প্রথম সারির দেশের মধ্যে বাংলাদেশ দাঁড়াবে। মালয়েশিয়ার মতো, থাইল্যান্ডের মতো এ দেশটা হবে কমপক্ষে। আমি এটা ভেবেছি। কিন্তু এখন আমি আর তা ভাবতে পারি না।‘
তিনি আরও বলেন, যদি অন্য একটা সরকার ক্ষমতায় আসে, তারা ছোটখাটো উন্নতি করতে পারে। কিন্তু বড় ধরনের যে উন্নতি আমরা দেখতে চাই, আমরা ধনী ও উন্নত বাংলাদেশ দেখতে চাই। কিন্তু সেটা আর হবে না।
এমকে/টিএ