এত বড় অধঃপতনের পরও আওয়ামী লীগের বোধোদয় হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন রনি।
তিনি বলেন, ‘মূলত আওয়ামী লীগের পতন ঘটেছে আল্লাহর গজবে। এতে কোনো সন্দেহ নেই।
এই গজবের সঙ্গে মানুষের সৃষ্ট গজবও আছে, যেটা সামান্য পরিমাণ।’
গোলাম মাওলা রনি বলেন, ‘এমন বিপদে পড়লে সাধারণত মানুষের মধ্যে একটি আত্মপোলব্ধি সৃষ্টি হয়। দুর্ভাগ্যজনক হলেও আওয়ামী লীগের মধ্যে সেই আত্মপোলব্ধির জায়গা আমি দেখতে পারছি না। যেটি আমাদের রাজনীতির জন্য অশনিসংকেত।
লাশের রাজনীতি সব জায়গাতেই সেন্টিমেন্টাল বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। এটা রাজনীতিতে উত্তেজনা তৈরি করে। তবে লাশ ফেলে রাজনীতিতে সফল হওয়ার উদারণ নেই বলে জানিয়েছেন তিনি।
এসএন