পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তোলা হবে : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে ২৩ আগস্ট সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তত এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো ঢাকা আলোচনার টেবিলে তুলে ধরবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের কাছ থেকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার ও যথাযথ ক্ষতিপূরণের বিষয়গুলো বাংলাদেশ উত্থাপন করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘বাস্তবসম্মত উপায়ে’ এগিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নির্ধারিত সফরের সময় সবকিছু আলোচনায় থাকবে।

চলতি বছরের ১৭ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে, তার জন্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া ও পাকিস্তানের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি আদায়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তৎকালীন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ় ভিত্তি তৈরি করতে এই বিষয়গুলোর সমাধান করা প্রয়োজন।’

চলতি মাসের শেষার্ধে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরে ত্রিপক্ষীয় ব্যবস্থা নিয়ে কথা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা, বেইজিং ও ইসলামাবাদের মধ্যে কোনো জোট হয়নি। একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেটাও অনানুষ্ঠানিক। কিছু দিন পর আরও একটি বৈঠক হতে পারবে না, বিষয়টি এমন নয়। তবে বাংলাদেশ চায়, এতে সদস্যসংখ্যা বাড়ুক, আরও দু-একটা দেশ আসুক।

চীনের কুনমিংয়ে গত ১৮ জুন তিন দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত সপ্তাহে ঢাকায় বলেন, তাঁর দেশ এই ত্রিদেশীয় ব্যবস্থা এগিয়ে নিতে চায়।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২৩ ও ২৪ আগস্ট ঢাকা সফরের কথা রয়েছে।

এ সফরে কী বিষয়ে কথা হবে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থের সব বিষয়, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুই আলোচনায় আসবে। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। এ সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না। আবার তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখব না, (শেখ হাসিনার শাসনামলের) এমন অবস্থা থেকেও বাংলাদেশ বের হয়ে এসেছে। অন্য ১০টি দেশের সঙ্গে যে রকম সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও সে রকম সম্পর্ক থাকবে।

বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক করবে জানিয়ে উপদেষ্টা বলেন, একটি ইস্যু আরও একটি ইস্যুকে আটকে রাখবে, সেটি সরকার চায় না।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে, এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, ভারত ও পাকিস্তানের সম্পর্ক কেমন হবে, সেটা যেমন বাংলাদেশ ঠিক করবে না, তেমনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়েও ভারত সিদ্ধান্ত নেবে না।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কোনোভাবেই ভয় কাটছিল না আমার; নাজনীন নাহার নীহা Nov 06, 2025
img

সতর্ক করলো পুলিশ

দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা Nov 06, 2025
img
হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, পরিবহনে কোটা নির্ধারণ Nov 06, 2025
img
অনশনরত তারেকের পাশে দাঁড়িয়ে রিজভীর প্রতিক্রিয়া Nov 06, 2025
img
টেলিভিশনে আসছে তারকাবহুল সিনেমা ‘উৎসব’ Nov 06, 2025
img
‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন Nov 06, 2025
img
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা Nov 06, 2025
img
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন Nov 06, 2025
img
বিএনপির মনোনয়ন স্থগিত আলোচনায় নুর ও রনি Nov 06, 2025
img
ছোট ছোট ভাই-বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি: শামা ওবায়েদ Nov 06, 2025
img
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে Nov 06, 2025
img
নন-ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : খন্দকার মোশাররফ Nov 06, 2025
img
জাতিসংঘে আ. লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা Nov 06, 2025
img
২০২৬ সালে সরকারি ছুটি বাড়ল Nov 06, 2025
img
না ফেরার দেশে ‘কেজিএফ’ অভিনেতা হরিশ Nov 06, 2025
img
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা Nov 06, 2025
img
বাড়ির বাগানে মাটি খুঁড়তে মিলল ৯ কোটি টাকার সোনা! Nov 06, 2025
img
গ্যালারিতে ক্যাচ ধরলেই বল রেখে দিতে পারবেন দর্শকরা! Nov 06, 2025
আমি খুব ভাগ্যবান, জাকের সব শট পারে; আয়ারল্যান্ড সিরিজে ব্যাটাররা ভালো খেলবে: আশরাফুল Nov 06, 2025
img
ভালুকের আক্রমণ ঠেকাতে জাপানে সেনা মোতায়েন Nov 06, 2025