'জুলাই ঘোষণাপত্র' দিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় মঙ্গলবারের অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত জানিয়েছে ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন।
সোমবার রাত দশটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
তিনি বলেন, বর্জনের পিছনে একাধিক কারণ থাকলেও, আমরা একটি মূল কারণকে সামনে আনতে চাই। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার আমরা মানি না।
তিনি আরও বলেন, দ্বিতীয়ত জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ছাত্র সংগঠনের সাথে আলোচনা করেননি।
এমনকি গত ১ বছরে ছাত্র সংগঠনের সাথে কোন বৈঠকই করেনি সরকার। বরং তারা বৈষম্য বিরোধীদেদের একটা নির্দিষ্ট গোষ্ঠীকেই অভ্যুত্থানের নেতৃত্ব আকারে চিহ্নিত করে বাকি ছাত্র সংগঠনগুলোর প্রতি অন্যায় করেছেন, যা একইসাথে অন্তবর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে। তাই আমরা আগামীকাল যাচ্ছি না। যোগ করেন সৈকত আরিফ।
ছাত্র ফেডারশন সম্পাদক জানান, অভ্যুত্থানে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অন্যতম ছাত্র ফেডারেশন।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন। এতে দেশের রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, অভ্যুত্থানের পক্ষগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পিএ/টিএ