জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ মঙ্গলবার (৫ আগস্ট) ঘোষণা হতে পারে। ১২ ফেব্রুয়ারি হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। জুলাই সনদপত্র বিকেলে ঘোষণা করার পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে জানাতে পারেন ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই নির্বাচন হবে।


সেই নির্দেশনা অনুযায়ী যথাসময়ে ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি দিনক্ষণ বিশ্লেষণ করে নির্বাচন ও আইন সংশ্লিষ্টরা মনে করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনি তফসিল ঘোষিত হবে।


সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে,পরিস্থিতি যতই জটিল হোক না কেন সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

ফ্যাসিবাদী আমলে বছরের পর বছর ভোট দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু ভোটের স্বপ্ন সাধারণ মানুষের। ছাত্র গণ-ভুত্থানের এক বছরের মাথায় এসে ভোটারদের জিজ্ঞাসা কখন হবে বহুল প্রতীক্ষিত সেই ভোট, সহসাই নাকি অপেক্ষা আরো দীর্ঘ সময়ের জনমনে আছে এমন নানা প্রশ্ন, সংখ্যা আর অনিশ্চয়তা আছে রাজনৈতিক অঙ্গনে। তবে আসার কথা হলো আগামী রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হবে সংসদ নির্বাচন। জুলাই বিপ্লবে বিজয়ের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সেই সম্ভাবনা আমলে নিয়ে ভোটের দিনক্ষণ বিশ্লেষণ করা হয়েছে। নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে হতে পারে? ২০২৬ সালে রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির ১৭ কিংবা ১৮ তারিখ থেকে। রোজা শুরুর ঠিক আগের দুই-তিন দিন ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ১৩ ফেব্রুয়ারি জুমার দিন শুক্রবার।

তাই সেদিনও ভোট হওয়ার নজির নাই। ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন, ‘মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা আরম্ভ হবে। সম্ভবত 18 ফেব্রুয়ারি থেকে সম্ভবত রোজা আরম্ভ হবে। সে কারণে রোজা আরম্ভ হবার অন্তত সপ্তাখানিক আগে যদি নির্বাচনটা শেষ হয়। তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য দেশের জনগণের জন্য সুবিধাজনক একটা পরিবেশ আমি মনে করি যে বিদ্যমান থাকবে। ’

নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো. জকোরিয়া বলেন, ‘নির্বাচনের একটা নান্দনিক প্রক্রিয়া হলো ভোটার তালিকা। ভোটার তালিকার কার্যক্রম ইতিমধ্যেই নির্বাচন কমিশন মোটামুটি শেষ করে নিয়ে আসছে। এটা হালনাগাত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে।’

ভোট যদি হয় ১২ ফেব্রুয়ারি তাহলে তফসিল হবে কবে? গত ১২টি নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন ৩৭ দিন থেকে সর্বোচ্চ ৬৮ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ। আগামী নির্বাচনে যদি ভোটের আগে ৯০ দিন সময় দেওয়া হয়। তবে তফসিল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। ৬০ দিন আগে হলে তারিখটা হবে ১৪ ডিসেম্বর। আর যদি ভোটের প্রস্তুতিতে ৪৫ দিন সময় দেয়া হয় তবে তফসিল ঘোষিত হবে ২৯ ডিসেম্বর।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম দিকে হয় তাহলে ডিসেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের মধ্যে সম্ভবত তফসিল ঘোষণা করা হবে।

আমাদের চতুর্থ জাতীয় সংসদের ৬৮ দিন ছিল তফসিল আর সর্বনিম্ন হল ৩৭ দিন। যেহেতু স্বাভাবিকভাবে সংসদের পূর্ণ মেয়াদ শেষ হয়নি। তাই তফসিলের সুনির্দিষ্ট কোনো সময়সীমাও নির্ধারণ করা নেই। তবে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রচার প্রচারণার জন্য কমপক্ ১৫ থেকে ২১ দিন সময় দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দিতে হবে আরো ১০ থেকে ১৫ দিন। যাচাই বাছাইয়ে দুই একদিন সময় দেওয়ার পাশাপাশি আপিল ও আপিল নিষ্পত্তিতে কমপক্ষে তিন দিন করে সময় দেওয়ার নিয়ম রয়েছে।

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, ‘জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ যেটা বলা আছে তফসিল ঘোষণার পর কতদিনে একটা টাইম ফ্রেম ওখানে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। একটা আইনে একদম সুস্পষ্ট বলা আছে যে প্রত্যাহারের পরে থেকে ভো গ্রহণের তারিখে কমপক্ষে অন্ততপক্ষে ১৫ দিন থাকতে হবে। তবে যদি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয় তাহলে ১২ ফেব্রুয়ারির আরো কয়েকদিন আগে অনুষ্ঠিত হতে পারে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সাতক্ষীরায় মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ Nov 04, 2025
img
বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা হয়নি আলোচিত অনেক নেতার Nov 04, 2025
img
নির্বাচনী হলফনামায় প্রার্থীদের মিথ্যা তথ্য নিয়ে তৎপর দুদক Nov 04, 2025
img
মেসি-রোনালদোকে ছাড়াই বর্ষসেরা একাদশ ঘোষণা Nov 04, 2025
img
একই আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী দুই ভাই Nov 04, 2025
img
আমি অনেক বছর আগেই বিলিয়নিয়ার হয়েছি : রোনালদো Nov 04, 2025
img
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন উপদেষ্টা আসিফ Nov 04, 2025
img
গণমাধ্যমে আসা প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় : এনসিপি Nov 04, 2025
img
নুর ও ফুয়াদের এলাকায় প্রার্থী দেয়নি বিএনপি Nov 04, 2025
img
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Nov 04, 2025
img
শেরপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা Nov 04, 2025
img
মেহেরপুরে প্রার্থী তালিকা বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Nov 04, 2025
img
এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত Nov 04, 2025
img
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নয় : ইরান Nov 03, 2025
img
মেয়েদের হেড কোচকে বিদায় জানালো পিসিবি Nov 03, 2025
img
রেনুকা-ক্রান্তিকে কোটি রুপি পুরস্কার দিবেন দুই মুখ্যমন্ত্রী Nov 03, 2025
img
মায়ের পুরোনো আসনে তারেক রহমানের প্রথম নির্বাচন Nov 03, 2025
img
ট্রাম্পের কড়া বার্তা, ’মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধ হবে’ Nov 03, 2025
img

২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা

জেলায় জেলায় আনন্দ মিছিল বিএনপি সমর্থকদের Nov 03, 2025
img
বিএনপির মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল করতে নিষেধ করলেন শামা ওয়াবেদ Nov 03, 2025