ভারতে মোগল আমলের ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লায় জোর করে ঢোকার চেষ্টা করায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জন বাংলাদেশিকে। রাজধানী নয়াদিল্লি পুলিশের উপ কমিশনার রাজা ভাটিয়া মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রাজা ভাটিয়া বলেন, গতকাল ৪ আগস্ট সকালে নয়াদিল্লির লাল কেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’-এ গ্রেপ্তার করা হয় ৫ বাংলাদেশি নাগরিককে; সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তারা সবাই নিয়ম বহির্ভূতভাবে লাল কেল্লায় প্রবেশের চেষ্টা করছিলেন।
রাজা ভাটিয়া জানান, গ্রেপ্তার বাংলাদেশিদের কাছ থেকে লাল কেল্লায় প্রবেশের জন্য প্রয়োজনীয় বৈধ কোনো নথি পাওয়া যায়নি। ভারতের বসবাসের জন্য দরকারি বৈধ নথিও তারা দেখাতে পারেননি।
ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। প্রতি বছর এই দিনে লাল কেল্লা ময়দানে সামরিক কুচকাওয়াচ হয়। এই কুচকাওয়াচের প্রস্তুতির জন্য প্রতি বছরই ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত লালকেল্লায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকে।
“তারা দাবি করেছেন যে জনসাধারণণের জন্য লালকেল্লা বন্ধ থাকার ব্যাপারটি তারা জানতেন না। আরও বলেছেন যে ৪-৫ মাস আগে তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং নয়াদিল্লিতে শ্রমিকের কাজ করতেন।”
এদিকে আসন্ন স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার মধ্যেই এ ঘটনা ঘটায় বিভিন্ন গুঞ্জন ছাড়চ্ছে। অনেকে বলছেন, এই বাংলাদেশিরা নাশকতা করার জন্য লাল কেল্লায় প্রবেশ করতে চেয়েছিলেন।
তবে এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই উল্লেখ করে রাজা ভাটিয়া বলেন, “তাদের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি নথিপত্র ব্যাতীত আর কোনো সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর/টিকে