ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে’– অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। আর এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না বলেও জানান তিনি। ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের প্রচেষ্টা। তাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ সুষ্ঠু নির্বাচন এখন সরকারের মৌলিক দায়িত্ব।
গতকাল সোমবার এক-এগারো নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাত ১০টা ১৫ মিনিটে পোস্টটি উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আর দেখা যায়নি।
এদিন সন্ধ্যা ৭টার কিছু পরে এক-এগারো সংক্রান্ত ওই পোস্ট করেছিলেন তিনি। পোস্টটিতে মাহফুজ লিখেছিলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।
ইউটি/টিএ