বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘গত ১৫ বছর তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা হয়রানি করলেও এখনো জনগণের ভালোবাসায় তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।’
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রেলওয়ে চত্বরে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও গণ-অভ্যুত্থান, গণহত্যায় শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সবাই মিলে স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সবাই ঐক্য করে আগাতে হবে, তা নাহলে দেশে স্বৈরাচারের পুনর্বাসন হবে।’
এ সময় তিনি উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তারেক রহমানের নির্দেশে দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সৌচ্চার থাকার জন্য শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে আরো উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌরবিএনপির সাবেক আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সিসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।