আর্জেন্টাইন গায়িকার সঙ্গে লামিনে ইয়ামালের প্রেমের গুঞ্জন

বয়স ১৮ হওয়ার আগেই বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে একাধিক তরুণীর সম্পর্কের আলোচনা উঠেছিল। উভয়পক্ষই সেসব খবর উড়িয়ে দেয়। ১৮ বছর পূর্ণ হওয়ার দিন থেকে চলছে নতুন আলোচনা। নিজের বিশেষ ওই দিন থেকেই নাকি আর্জেন্টাইন এক র‌্যাপারের সঙ্গে অন্যরকম সম্পর্ক দেখা যাচ্ছে ইয়ামালের। এমনকি দুজন একসঙ্গে বিচ ক্লাবে রাত্রিযাপন করেছেন বলেও স্প্যানিশ গণমাধ্যমে উঠে এসেছে।

ইয়ামালের সঙ্গে নতুন করে আলোচনায় আসা আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল। তাকে স্প্যানিশ ফরোয়ার্ডের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। তবে দুজনের দেখা-সাক্ষাতের ইতি ঘটেনি সেখানে। স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস বিশ্বস্ত সূত্রের বরাতে দুজনের একসঙ্গে সমুদ্রের তীরবর্তী রিসোর্টে রাত্রিযাপনের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যম টিকটকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লামিনে ইয়ামাল ও নিকি নিকোলের মাঝে কিছু চলছে!’

এর সঙ্গে জাভি হোয়োস যোগ করেছেন, ‘খুবই নির্ভরযোগ্য এক তরুণী, যিনি কখনোই ‍ভুল তথ্য দেন না।’ এর আগে ১৯তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ইয়ামাল-নিকোলের মাঝে স্বাভাবিক আচরণই ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে তাদের পরস্পর রসিকতা করার দৃশ্যও নাকি নজর কেড়েছিল। এর ১১ দিন পর (২৪ জুলাই) ইয়ামাল-নিকোলকে ফের বিচ ক্লাবে দেখা গেছে জানিয়ে স্প্যানিশ সাংবাদিক লেখেন, ‘দুজন একসঙ্গে বিচ ক্লাবে গেছেন এবং নিশ্চিতভাবে তারা চুমুও খেয়েছেন। এমনকি ভোর ৪টার দিকে একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন তারা।’



এসব দৃশ্যমান ঘটনার বাইরেও দুজনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে বলে নিশ্চয়তা দিচ্ছেন হোয়োস। সাম্প্রতিক সময়ে লামিনে ইয়ামাল বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর বহুল কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সিও পেয়েছেন। যা গায়ে দিয়ে তিনি ইতোমধ্যে আলো ছড়াচ্ছেন বার্সেলোনার চলমান প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ এশিয়া সফরে।

এর আগে লামিনে ইয়ামালের সঙ্গে জড়িয়ে আলোচনায় আসা স্প্যানিশ মডেল ফাতি ভাজকেজ তারচেয়ে বয়সে ১৩ বছরের বড়। ইতালিতে দুজন একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে, যদিও তাদের মাঝে প্রেমের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য আসে উভয়পক্ষ থেকে। সেই ঘটনার রেশ না কাটতেই প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেল ও ইয়ামালকে জড়িয়ে আসে নতুন গুঞ্জন। এবার আলোচনায় আসা নিকি নিকোলও ইয়ামালের চেয়ে বয়সে ৬ বছরের বড়।

অন্যদিকে, আর্জেন্টাইন র‌্যাপশিল্পী নিকোলের সঙ্গে এর আগে ২০২৪ সালে দেশটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল। বুয়েন্স আয়ার্সের এক নাইটক্লাবে দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাতে আলোচনার ডালপালা মেলে। এ ছাড়া আলোচনার আরেকটি কারণ ছিল এনজোর উদযাপন, গোলের পর তিনি কানে ফোন ধরার মতো ইঙ্গিত দেন। বলা হচ্ছিল ২০২২ সালে নিকি নিকোলের হিট গান ‘কল মি’র সঙ্গে মিল রেখে তাকে গোল উৎসর্গ করেছেন আলবিলেস্তে তারকা। মাঝে নিজের বান্ধবীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল এনজোর, অবশ্য তারা এখন আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

শাহরুখের সাফল্যে যে বার্তা দিলেন সুহানা-গৌরী Aug 05, 2025
ড. ইউনূসকে লোভী বললেন বাঁধন Aug 05, 2025
যে দুটি কাজ আল্লাহকে বেশি খুশি করেন Aug 05, 2025
img
আয়ারল্যান্ডে চালু হলো ‘প্যালেস্টাইন কোলা’ Aug 05, 2025
img
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ৩ প্রবাসী শ্রমিক নিহত Aug 05, 2025
img
‘তোরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলি’ Aug 05, 2025
img
জাগ্রত জুলাই কনসার্টে ইতিহাস আর সুরের মেলবন্ধন Aug 05, 2025
img
শেখ হাসিনাকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেয়নি: আব্দুস সালাম পিন্টু Aug 05, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো হয়তো কোনো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না : অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী Aug 05, 2025
img
এখন আর টিশার্ট নেওয়ার কথা কেউ বলে না : শহীদ ফরহাদের ভাই Aug 05, 2025
img
মঞ্চে দেব-শুভশ্রী, ফেসবুকে রাজের প্রাক্তন স্ত্রীর বার্তা Aug 05, 2025
img
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে মাত্র ১৭ যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে বিশেষ ট্রেন Aug 05, 2025
img
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাজ্যের Aug 05, 2025
img
বেলুন বিস্ফোরণের ঘটনায় বার্ন ইন্সটিটিউটে ৮ জন Aug 05, 2025
img
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল কানাডা Aug 05, 2025
img
জ্বালানি তেলের দাম আরও কমার সম্ভাবনা Aug 05, 2025
img
৩ আগস্ট পালাতে গিয়ে বিমানবন্দরে বাধা পান তাপস, সঙ্গে সঙ্গে ফোন দেন শেখ হাসিনাকে Aug 05, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর ঘোষণা Aug 05, 2025
img
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯ Aug 05, 2025
img
ভক্তদের ভালোবাসায় ৩৩ বছরের মাইলফলক ছুঁলেন অজিত Aug 05, 2025