বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ‘আজ আনন্দের দিন। এই দিনে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশবাসী বিতাড়িত করেছে। কিন্তু রূপগঞ্জে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি মোড়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
ভূঁইয়া দিপু বলেন, ‘রূপগঞ্জে আওয়ামী লীগের প্রেতাত্মাদের চিহ্নিত করে রাখবেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রূপগঞ্জ বিএনপির ঘাঁটি। খালেদা জিয়ার ঘাঁটি। তারেক রহমানের ঘাঁটি।’
সভায় তৃণমূলের বিএনপির প্রবীণ নেতা বখতিয়ার উদ্দিন আহম্মেদ বলেন, ‘ফ্যাসিবাদ হাসিনার পতন হয়েছে। আন্দোলন-সংগ্রামে দিপু ভাই জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় মাঠে ছিলেন।
রূপগঞ্জবাসী দিপু ভাইকে রূপগঞ্জের এমপি হিসেবে দেখতে চায়।’
নারী নেত্রী শাহিনুর আক্তার বলেন, ‘রূপগঞ্জে দিপু ভাইয়ের বিকল্প নেই। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই।’
সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু প্রমুখ।
সভা শেষে দিপু ভূঁইয়ার নেতৃত্বে বিশাল বিজয় র্যালি বের হয়।
র্যালিটি কালাদি মোড় থেকে শুরু হয়ে মায়ার বাড়ি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
টিকে/