রাজধানী ঢাকায় ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠানে অংশ নিতে ভাঙ্গা স্টেশন থেকে ১৭ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন। ছয় বগির এ বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির অধিকাংশ বগিই ফাঁকা ছিল।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ১৭ জন যাত্রী নিয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশন ত্যাগ করে বিশেষ এ ট্রেনটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, ঢাকাগামী এই বিশেষ ট্রেনটি সকাল সাড়ে ১১টায় ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ১৭ জন। তবে ছয় বগির ওই ট্রেনে আসন সংখ্যা ৬৭৬।
স্টেশন মাস্টার আরো বলেন, ঢাকার জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। তবে বিশেষ এ ট্রেনটির জন্য বেধে দেওয়া নির্ধারিত সময়ে বেলা সাড়ে ১১টায় ট্রেনটি ভাঙ্গা রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
রাজধানীতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় একটি বিশেষ ট্রেন।
ইউটি/টিএ