বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ও দেশের জনগণকে কিছু দিতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লক্ষ্মীপুরে জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি একথা বলেন ।
এ্যানি বলেন, নির্বাচিত সরকার যখন আসবে, একদিকে যেমন গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে অন্যদিকে যে টার্গেট অর্জনের জন্য ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তা অর্জিত হবে।
তিনি বলেন, এই সময়টা একটু ক্লান্তিকাল হলেও গণতন্ত্রের ভিতকে আরও বেশি শক্তিশালী করতে হবে। কারণ গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। তারা দেশের ভিতর ও বাহিরে এখনো ষড়যন্ত্র করছে। এ বিষয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে যে আমরা এক এবং ঐক্যবদ্ধ।
তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা গঠন করা হবে। মিডিয়া কমিশন করবো তথা সকলের সর্বসম্মতিক্রমে জাতীয় সরকার গঠন করা হবে। আর জাতীয় সরকার গঠনের জন্য সুদৃঢ় ঐক্য খুবই জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে।
এমকে/টিএ