জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় নজর কাড়েন প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ানো এক তরুণী। ঘোষণার আগে আবেগঘন এক বক্তব্যও দেন তিনি। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি প্রশ্ন, কে এই তরুণী?
তিনি জুলাই শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন, সাবরিনা আফরোজ সেবন্তী। ২০২৪ এর ১৯ জুলাই আন্দোলনের সময় শহীদ হন সৈকত। সেবন্তী বলেন, ‘এক বছর আগে ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাওয়া যায়, তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গান শট। আমার ভাইয়ের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। আমার ভাইয়ের উচ্চতা নিয়ে আমার বাবা গর্ব করত। অথচ সেই উচ্চতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।’
সেবন্তী আরও বলেন, ‘আমি এবং আমার পরিবার যখন দেখি, আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি। তার ভাষ্য, ‘দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই সফল গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাল’। সেবন্তী আহ্বান জানান, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দেশের মানুষ যেন কিছুতেই লক্ষচ্যুত না হয়।
এসএন