ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ক্যারিয়ার নিয়ে একটা গল্প লেখা হলে, সেই গল্পের বেশির ভাগ শব্দই হবে ‘চোট’। তবে, কখনোই চোটের কারনে দমে যাননি নেইমার। প্রতিবার ফিরেছেন দুর্দান্তভাবে। এই যেমন মঙ্গলবার (৫ আগস্ট) মাঠে নেমেই করলেন জোড়া গোলে।
প্রায় দুই বছর ধরে চোটের ফাঁকে মাঝে মাঝে মাঠে নামেন নেইমার। ক্লাবের হয়ে খেলতে নেমে আবারও পড়েন চোটে। ফলে প্রায় দুই বছরের মতো জাতীয় দলের হয়ে খেলা হয় না এই ব্রাজিলিয়ান তারকার। ব্রাজিলের গত ফিফা উইন্ডোতে নেইমারের দলে ফেরার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত আর তাকে দলে ডাকেননি নতুন কোচ কার্লো আনচেলত্তি।
সান্তোসের ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন নেইমার। তিনি বলেন, ‘সবাই জানে আমার খেলার ধরণ। আমি তৈরি আছি, অ্যাথলেট হিসেবেও এখনও ফিট। সবকিছু তাদের ওপর নির্ভর করছে।’
সান্তোসের এই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) নির্বাচক রদ্রিগো কায়েতানো এবং আনচেলত্তির কোচিং স্টাফের কয়েকজন সদস্য।
এফপি/ টিএ