ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিনের সংশয়ের অবসান ঘটেছে। দেশের মানুষ নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। তার এ ঘোষণার প্রাথমিক প্রতিক্রিয়ায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দল গুলো মধ্যে নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থা ছিল তার অবসান হবে বলে মনে করি।’
‘এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি নিতে সহায়ক হবে। এই ঘোষণাকে ইতিবাচকভাবে স্বাগত জানাই। এতদিন দেশের মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয় ছিল আদৌ নির্বাচন হবে কি না, এই ঘোষণার মধ্য দিয়ে সেই অবস্থার অবসান ঘটলো।’— উল্লেখ করেন আউয়াল।
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি জাতি আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবে। অতীতের মত ভোট যেন এদিক-ওদিক না হয়, মানুষ যেন তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেটা সরকার এবং প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’
এফপি/ টিএ