খাবারে ভেজাল: স্টার কাবাবের ম্যানেজারকে ৫ দিনের কারাদণ্ড

পোড়া তেল, কাপড়ে ব্যবহারযোগ্য রং ব্যবহার, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে একসঙ্গে রাখায় ১৮৬ ধারায় স্টার কাবাবের ম্যানেজারসহ দু’জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্ত নূর চৌধুরী বৃহস্পতিবার এ কারাদণ্ড দেন।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ধানমন্ডিতে অবস্থিত স্টার কাবাব ও ঘরোয়া রেস্টুরেন্টে অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, কাপড়ে ব্যবহারযোগ্য রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এবং কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে একসঙ্গে রাখায় ১৮৬ ধারায় স্টার কাবাবের ম্যানেজার মনিরুল ইসলামকে পাঁচ দিনের ও ঘরোয়া রেস্টুরেন্টের ম্যানেজার গোলাম রাব্বানিকে দু’দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

টাইমস/এসআই

Share this news on: