ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে-এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে।
আজ বুধবার (০৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ষোল বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে দেশের মানুষ-এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন,
ফ্যাসিস্টরা তিনটি প্রহসনের নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো।
বিএনপিকে নেতৃত্বশূন্য করে ধ্বংস করতে চেয়েছিলো আওয়ামী লীগ-এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থানের পর নতুন বাংলদেশ গড়ার সূচনা হয়েছে।
জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন,
অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে এবং গোটা জাতি মনে করে অতিদ্রুত নির্বাচনের মধ্যদিয়ে সংকট দূর হবে। অতিদ্রুত রাষ্ট্র সংস্কারের কাজগুলো শেষ হবে বলেও প্রত্যাশা তার।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না-এমন কোনো কাজ প্রধান উপদেষ্টা করবেন না বলেও প্রত্যাশা তার।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
পরবর্তী নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টার এ বক্তব্যই কাজটি করার একমাত্র বৈধ প্রক্রিয়া।
সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া বিষয়গুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে এটি একমাত্র সাংবিধানিকভাবে বৈধ প্রক্রিয়া বলেও ফের জানান তিনি।
পিএ/এসএন