আরজে মাহভাশ—একজন পরিচিত কণ্ঠ, যিনি দীর্ঘদিন ধরে কনটেন্ট নির্মাতা ও রেডিও জকি হিসেবে কাজ করে আসছেন। তবে এবার তিনি পা রাখলেন আরও বড় মঞ্চে। ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’-এর মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন মাহভাশ, আর সেই পুরস্কার প্রাপ্তির আনন্দে আবেগে ভেসেছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মাহভাশ লিখেছেন, ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫, উদ্দেশ্য পরিষ্কার, গন্তব্য সহজ। আমি যে সমস্ত জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং যেগুলো কাজ করেনি, সেগুলোর জন্যও আমি খুব গর্বিত। মনে রাখবেন, ইচ্ছা যদি সৎ হয়, একদিন না একদিন ফল মেলে।’
এই পোস্টেই চমক। কমেন্টে এক শব্দের বার্তা দিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল—‘অভিনন্দন’। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চায় চলে এলেন মাহভাশ।
কারণ অবশ্য আছে। গত বছর চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রীর বিবাহবিচ্ছেদের পর থেকেই মাহভাশের সঙ্গে চাহালের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল সমাজমাধ্যমে। অনেকেই ভেবেছিলেন, মাহভাশই হয়তো চাহালের জীবনে নতুন someone special। যদিও তখনই উভয় পক্ষ এসব খবর অস্বীকার করেন।
সম্প্রতি রাজ শামানির পডকাস্টে হাজির হয়ে চাহাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাহভাশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সেই সঙ্গে জানিয়েছেন, প্রেমে পড়তে তাঁর কোনও আপত্তি নেই, তবে হারানোর ভয়টা থেকেই যায়। চাহালের কথায়, "আমি মন-প্রাণ দিয়ে আঁকড়ে ধরি, তাই হারানোর ভয় পাই।"
এই স্বীকারোক্তি আর মাহভাশকে দেওয়া সেই এক শব্দের শুভেচ্ছা—সমস্তটাই যেন এক আবেগঘন অনুরণন তৈরি করেছে মাহভাশের নতুন পথচলার সঙ্গেই।
এখন দেখার বিষয়, এই সম্মাননা মাহভাশকে কোথায় নিয়ে যায়। কনটেন্ট নির্মাতা থেকে উদ্যোক্তা, আর এবার চলচ্চিত্র প্রযোজক—সফলতার গল্পে নতুন অধ্যায় শুরু করলেন মাহভাশ।
এসএন