পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ২০২৫ মৌসুমের জন্য দ্য হান্ড্রেডে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা খেলবেন নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে। এই দলের মালিক ভারতীয়, সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান গ্রুপ। সেই দলে আমির আর ইমাদ ওয়াসিমের অন্তর্ভুক্তি দ্য হান্ড্রেডে পাকিস্তানি খেলোয়াড়দের অচ্ছ্যুত থাকার গুঞ্জনও উড়িয়ে দিল।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেটেও প্রভাব পড়েছে। বিশেষ করে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলছে। এবার দ্য হান্ড্রেডেও একই রকম কিছু ঘটতে পারে কি না, সেই আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ, দ্য হান্ড্রেডের আটটি দলের মধ্যে চারটির মালিক ভারতীয় বংশোদ্ভূত এবং আরও দুজন ভারতীয়-আমেরিকান।
তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুরু থেকেই বলে আসছিল, মালিকানা পরিবর্তনের কারণে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা আসবে না। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড ফেব্রুয়ারিতে বলেছিলেন, ‘আমরা জানি অন্য জায়গায় এমন নিষেধাজ্ঞা আছে। কিন্তু এখানে সেটা ঘটবে না।’
গত মার্চে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে কোনো পাকিস্তানি পুরুষ ক্রিকেটারকে দলে নেওয়া হয়নি। তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো নতুন মালিকরা পাকিস্তানি খেলোয়াড়দের নিতে চান না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পাকিস্তানের ব্যস্ত আন্তর্জাতিক সূচি, টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সমস্যা, এবং শাহিন আফ্রিদি ও নাসিম শাহের শেষ মুহূর্তে খেলতে না পারার কারণেই ড্রাফটে তারা ছিলেন না।
সোমবার (সম্প্রতি) মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দ্য হান্ড্রেডে যুক্ত হন। তারা খেলবেন নর্দার্ন সুপারচার্জার্স দলে। তারা এসেছেন বেন ডওয়ারশুইস (পুরো মৌসুম) ও মিচেল স্যান্টনার (দুই ম্যাচ) এর জায়গায়, যারা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবেন।
উল্লেখ্য, নর্দার্ন সুপারচার্জার্সের মালিক এখন ভারতীয় মিডিয়া সংস্থা দ্য সান গ্রুপ, যারা আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিকও। আগামী ১ অক্টোবর থেকে তারা পুরোপুরি দায়িত্ব বুঝে নেবে।
এমকে/এসএন