খেলার মাঠে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাধারণত ট্রফি, মেডেল কিংবা অর্থ পুরস্কার দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো ডেনমার্কের ফুটবল ভক্তরা। দেশটির প্রথম বিভাগ ফুটবল লিগে ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু! শুধু তাই নয়, সেই আলুর বস্তা টানার জন্য সঙ্গে দেওয়া হয় একটি ঠেলাগাড়িও!
রোববার (৩ আগস্ট) ড্যানিশ সুপার লিগার এক ম্যাচে সন্ডারিউস্কে ঘরের মাঠে নর্ডসজেল্যান্ডকে ৩-২ গোলে হারায়। ম্যাচে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী ডিফেন্ডার মাক্সিম সুলাস, যার নৈপুণ্যেই জয় পায় দলটি। খেলা শেষে তাকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয় এবং পুরস্কার হিসেবে দেওয়া হয় একগাদা আলু।
পুরস্কার পেয়ে বিস্মিত হলেও সুলাস দারুণভাবে নেন ঘটনাটি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, “আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। আর ওরা কিছু দান করেছে স্থানীয় স্যুপ কিচেনে।”
ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ক্লাবটির জনসংযোগ পরিচালক জ্যাকব রাভন জানান, “পুরস্কার নির্ধারণ করে ম্যাচের স্পন্সর। সৌলাস এটি নিছক মজা হিসেবেই নিয়েছে এবং সেই গল্প এখন পুরো বিশ্বে ঘুরছে।”
দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়েঁ শহরে জন্ম নেওয়া সুলাস ২০২০ সালে ডেনমার্কে এসে প্রথমে অ্যামাগার ক্লাবে খেলেন। এরপর ২০২১ সাল থেকে সন্ডারিউস্কের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এর আগে তিনি খেলেছেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোফেনেও।
এ ধরনের অদ্ভুত পুরস্কারের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। নরওয়ের ঘরোয়া লিগে এক ফুটবলার ম্যাচসেরা হয়ে পেয়েছিলেন ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ। আবার ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ইংল্যান্ডের ক্রিকেটার লুক রাইট ম্যাচসেরা হয়ে পেয়েছিলেন একটি ব্লেন্ডার মেশিন! সেই সময় আবাহনীর হয়ে খেলা রাইট বিষয়টি নিয়ে মজার একটি টুইটও করেছিলেন, যা পরে ভাইরাল হয়।
ক্রীড়াঙ্গনে এমন ব্যতিক্রমী পুরস্কার কেবলই মজার সংযোজন নয়, একইসাথে এগুলো হয়ে উঠছে সামাজিক দানের অনন্য অনুপ্রেরণা।
এমকে/এসএন