দেশের ঘরোয়া ক্রিকেটে ফর্মে আছেন নুরুল হাসান সোহান। তবে জাতীয় দলে এখনো সুযোগ মেলেনি। মাস খানেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ডাক পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও সেটি আর হয়নি। সে সেময় জাতীয় দলের সিরিজ চলাকালে সোহান গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন। গুঞ্জন ছিল জাতীয় দলকে উপেক্ষা করেছেন তিনি।
তবে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে সে বিষয় নিজেই পরিষ্কার করেছেন সোহান। তিনি বলেন, 'প্রথমত, আমি পরিষ্কার করে বলতে চাই, আমার প্রথম অগ্রাধিকার গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। গ্লোবাল টি-টোয়েন্টির জন্য আমি জাতীয় দলে ছিলাম না, এমন কিছুও না। চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়লাম তখন বাসাতেই ছিলাম।'
'বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো—সেজন্যই এটা নিয়ে চিন্তা করেছি। এরকম কোনো কথা আমার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা রংপুর রাইডার্সের সাথে হয়নি যে গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দলে খেলবে না। দুটা আলাদা। জাতীয় দলে খেলা অবশ্যই অগ্রাধিকার। প্রত্যেকটা খেলোয়াড়েরই অগ্রাধিকার জাতীয় দল।'- যোগ করেন সোহান।
পরে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে সোহান বলেন, 'গত বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়েছিল, অনেক ভালো টুর্নামেন্ট ছিল। আগে আমাদের বিপিএল ছাড়া আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না। এখন অনেক বেশি টি-টোয়েন্টি খেলা হচ্ছে। ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেট ধরলে বাইরেও খেলার অপশন আসছে এখন। সেদিক থেকে অভিজ্ঞতা ও একটা লার্নিং প্রসেসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি।'
ইউটি/এসএন