জামালপুরে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ ঘিরে যানজট সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজার কাছারি মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তার নিজের ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিষয়টি ছাত্রদল নেতাদের দৃষ্টিতে আসার পর তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
ওই ছাত্রদল নেতা তার ফেসবুক আইডিতে লেখেন- ‘এটা সমাবেশ নাকি ভোগান্তি?’ এছাড়াও ওই পোস্টে যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহণের ছবিও যুক্ত করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল যুগান্তরকে বলেন, শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়ার ঘটনা সঠিক।
এমকে/টিএ