রাজশাহীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেছেন, দু একটি রাজনৈতিক দল রয়েছে, যাদের জনসমর্থন নেই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। সেজন্য জনগণ তাদের ভোট দেবে না। সেকারণে তাদের খুবই মন খারাপ, নির্বাচন না হলেই ভালো ছিল। তারা গত এক বছর নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল এভাবেই দিন কাটিয়ে দেবে।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের খুবই মন খারাপ, ভোট দেয়ায় (নির্বাচন ঘোষণা হওয়ায়)।’
মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘দুর্নীতির জন্য আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ
যা করেছে তা যদি আমরা করি, তাহলে আওয়ামী লীগের মতোই আমাদের পরিণতি হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।
সমাবেশ শেষে আলুপট্টি মোড় থেকে শুরু হয় বিজয় মিছিল। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে মিছিল শেষ হয়।