তিনটি টেস্ট ও সমানসংখ্যক টি-২০, আলজারি জোসেফ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, বিশ্রাম দিল ওয়ানডে সিরিজেও।
ঘরের মাঠের টি-২০ সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারা ওয়েস্ট ইন্ডিজ আগামী শুক্রবার (৮ আগস্ট) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। ১০ আগস্ট দ্বিতীয় ও ১২ আগস্ট হবে তৃতীয় ম্যাচ। এই সিরিজকে সামনে রেখে জোসেফকে বিশ্রাম দিয়ে আজ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের বদলে দলে নেওয়া হয়েছে জেদিয়াহ ব্লেডসকে। ব্লেডস এখন পর্যন্ত একটি ওয়ানডে ও ৪টি টি-২০ খেলেছেন।
জাতীয় দলের জার্সিতে রোমারিও শেফার্ড সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি। মাঝে মিস করেছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ। ৩৭টি ওয়ানডে খেলে ৩৩ উইকেট নিয়ে রান করেছেন ৪০২।
দল ঘোষণা করে হেড কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘আমরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার কথা ভাবছি। এই পথে পাকিস্তান আমাদের অন্যরকম পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখে ফেলছে। পাকিস্তানের মতো দেশের বিপক্ষে, যারা র্যাঙ্কিংয়ে এগিয়ে, পয়েন্ট তুলে নিতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথুউ ফোর্ডে, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্রান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফান রাদারফোর্ড, জায়দেন সিলস ও রোমারিও শেফার্ড।
এমআর/টিএ