জামায়াত ইসলামীর গ্রহণযোগ্যতা বাড়ায় বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ঘটেছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বুধবার (৬ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে এক মতবিনিময় সভায় এই দাবি করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর ঐক্যে নতুন মেরুকরণের কারণে দেশের রাজনীতিতে জামায়াতের গ্রহণযোগ্যতা বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘সামনের নির্বাচনে সব ইসলামিক দল ঐক্যবদ্ধ থাকবে। কোরআনের পক্ষের সব ভোট দাঁড়িপাল্লায় আসবে।’
এ সময় বক্তারা বিগত সরকারের সমালোচনা ও নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক হতাশা প্রকাশের পাশাপাশি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার প্রত্যয় জানান।
এফপি/ টিএ