২০২২ সালে ৭৫ মিলিয়ন ইউরোর (১ হাজার ৫৯ কোটি টাকা) বিনিময়ে ডারউইন নুনেজকে বেনফিকা থেকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। উরুগুইয়ান এই স্ট্রাইকারকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও গত তিন মৌসুমেও তা পুরোপুরি পূরণ করতে পারেননি তিনি। চলতি দলবদল বাজারে ঝড় তোলা লিভারপুল যে নুনেজকে বাজারে তুলবে তা এক প্রকার নিশ্চিতই ছিল। বড় অঙ্কের অর্থেই উরুগুইয়ান তারকাকে বিক্রি করছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
মাত্র ২৬ বছর বয়সেই ইউরোপ ছাড়ছেন ডারউইন নুনেজ। লিভারপুলের তারকা স্ট্রাইকারকে দলে ভেড়াতে আগ্রহী ছিল ইউরোপের অনেক ক্লাবই, কিন্তু সবাইকে টেক্কা দিতে যাচ্ছে সৌদি জায়ান্ট আল হিলাল। ইএসপিএন জানিয়েছে, আল হিলালে যোগ দেয়ার দ্বারপ্রান্তে আছেন নুনেজ। একই খবর দিয়েছেন দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ফাব্রিজিও রোমানোও।
এই ইতালিয়ান সাংবাদিক জানিয়েছেন, নুনেজকে দলে ভেড়ানোর চুক্তিতে লিভারপুল ও আল হিলালের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এই উরুগুইয়ানও আল হিলালে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।
৩ বছরের চুক্তিতে নুনেজকে দলে ভেড়াচ্ছে আল হিলাল। সে অনুযায়ী ২০২৮ সালের জুন পর্যন্ত সৌদি ক্লাবটিতে থাকবেন এই উরুগুইয়ান।
মূলত কোচ সিমনে ইনজাঘির যাওয়াতেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নুনেজকে দলে টানছে আল হিলাল। এই ২৬ বছর বয়সীকে বিক্রি করে ৫৩ মিলিয়ন ইউরো (প্রায় ৭৪৯ কোটি টাকা) পাচ্ছে অলরেডরা।
তিন মৌসুমে লিভারপুলের জার্সিতে ১৪৩ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন নুনেজ। গত মৌসুমে লিভারপুল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেও সেভাবে আল ছড়াতে পারেননি এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন মাত্র ৭ গোল। এরপরই দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। চলতি মৌসুমে একের পর এক তারকাকে দলে ভিড়িয়েছে অলরেডরা। স্ট্রাইকার হিসেবে বিশাল অঙ্কের অর্থ খরচ করে দলে ভিড়িয়েছে ফরাসি স্ট্রাইকার হুগো একিটেকেকে। এরপর নুনেজের অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়ে।
নুনেজকে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবের তালিকায় ছিল সিরি আ'র জায়ান্ট এসি মিলানও। কিন্তু নুনেজের বড় অঙ্কের পারিশ্রমিক এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে আল হিলাল সম্মত হয়েছে এই উরুগুইয়ান তারকার বিশাল অঙ্কের চাহিদা পূরণে। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে আরও এক তারকার সৌদি যাত্রা।
চলতি দলবদলে এর আগে লিভারপুলের আক্রমণভাগের আরেক তারকা লুইস দিয়াজ যোগ দিয়েছেন বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখে। এছাড়া ক্লাব ছাড়ার অপেক্ষায় আছেন ইতালিয়ান তারকা ফেদারিকো চিয়েসাও।
কেএন/এসএন