উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।
উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণও বৈঠকে অংশ নেন। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবং বৈঠক নিয়ে সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ব্রিফ করার কথা রয়েছে।
কেএন/এসএন