ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার পুরোনো সতীর্থ ভিরাট কোহলির মজার এক দিক তুলে ধরেছেন। কোহলির ব্যাটিং দক্ষতা নয় বরং মাঠের বাইরে তার ব্যক্তিত্ব ও দক্ষতার দিকটি তুলে ধরেছেন ।
সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভিরাট কোহলিকে ‘সম্পূর্ণ বিনোদন প্যাকেজ’ হিসেবে অভিহিত করেন।
তিনি জানান কোহলি খুব ভালো গায়ক, খুব ভালো নৃত্যশিল্পী, মিমিক্রিতে দুর্দান্ত এবং খুব মজার। মুডে থাকলে কোহলি হলেন পুরোদস্তুর বিনোদন প্যাকেজ।
কোহলি ও ধোনির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা দীর্ঘদিনের। ‘কিং’ কোহলি বহুবার তার ক্যারিয়ারের শুরুর দিকে ধোনির পরামর্শ ও অবদানের কথা উল্লেখ করেছেন।
কোহলি এক সাক্ষাৎকারে প্রকাশ করেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ হেরে যাওয়ার পর তিনি অপ্রত্যাশিতভাবে টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার পরে ধোনিি ছিলেন প্রাক্তন দলের একমাত্র ব্যক্তি, যিনি তাকে বার্তা পাঠিয়েছিলেন।
কোহলি আরও বলেন, অনেকের কাছে আমার নম্বর আছে। টেলিভিশনে তারা অনেক পরামর্শ দেয়, আমার বিষয়ে অনেক কথা বলে। কিন্তু যারা সত্যি সাহায্য করতে চায়, তারা নীরবে পাশে দাঁড়ায়। ধোনির প্রতি আমার শ্রদ্ধা ঠিক সেখান থেকেই আসে। আমাদের সম্পর্কটাও তাই এতোটা খাঁটি।
এই দুই তারকার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এই রসায়ন আরও একবার প্রমাণ করলো ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন, সহানুভূতির বন্ধনে গাঁথা এক অসাধারণ যাত্রা।
সূত্র: ইন্ডিয়া টাইমস
পিএ/এসএন