বেছে বেছে ম্যাচ খেলা নিয়ে বুমরাহর ওপর নজর বিসিসিআইয়ের

নিঃসন্দেহে বর্তমানে ভারতের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। এমনকি তাকে দেশটির সর্বকালের সেরাদের একজন বলেও গণ্য করা হচ্ছে। বাকি বোলারদের ভীড়ে ইকোনমি ধরে রেখে ব্রেকথ্রু আনার ক্ষেত্রে ৩১ বছর বয়সী এই পেসারের জুড়ি নেই। যদিও ওয়ার্কলোড ও চোটের বিষয় বিবেচনায় বুমরাহ এখন বেছে বেছে ম্যাচ খেলছেন। যা নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতা নিয়েছে শেষ করেছে ভারত। যদিও স্বাগতিক ইংলিশরা তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। এরপর ম্যানচেস্টারে ড্র এবং ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের পর ড্র দিয়ে সফর শেষ করল ভারত। সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করে নায়ক বনে গেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এ ছাড়া বুমরাহ’র অনুপস্থিতিতে অন্য পেসাররাও ছিলেন বেশ উজ্জ্বল।

ওয়ার্কলোড ও চোটের ঝুঁকি বিবেচনায় ইংল্যান্ড সফরে কেবল ৩ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বুমরাহ। তাতে সম্মতি ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও। শেষ পর্যন্ত তাই হয়েছে। ইংল্যান্ডে এবার ৩ টেস্ট খেললেও ১৪ উইকেট শিকার করেন বুমরাহ। কিন্তু তার বেছে বেছে ম্যাচ খেলার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বিশেষ করে ওভাল টেস্টে সিরাজ-প্রসিধ কৃষ্ণাদের দারুণ ফর্ম নতুন করে আলোচনার জোগান দিয়েছে ক্রীড়া বিশ্লেষকদের। ৩ ম্যাচে বুমরাহ’র সমান ১৪ উইকেট নিয়েছিলেন কৃষ্ণাও।

ভারতীয় সংবাদসংস্থার এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআই নতুন একটা নিয়ম চালু করতে যাচ্ছে। যেখানে ক্রিকেটাররা তাদের ইচ্ছামাফিক আর ম্যাচ বেছে নিতে পারবেন না।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকমণ্ডলীসহ ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও এই ব্যাপারে সহমত জানিয়েছেন। সূত্রমতে, ক্রিকেটারদের বারবার সতর্ক করা হলেও তারা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন না। যা আর বরদাশত করবে না বিসিসিআই।



শেষ পর্যন্ত নিয়মটি চালু করা হলে তাতে বড় শিকার হতে পারেন বুমরাহ। এর আগে টেস্টে বড় ম্যাচ বিবেচনায় অন্য ফরম্যাটে তাকে কম পেয়েছে ভারত। এর বাইরে অবশ্য তার চোটপ্রবণতার বিষয়ও বিবেচ্য। তার মতো বড় তারকাকে গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চিতভাবেই পেতে চাইবে তার দল। লর্ডসের পর যখন ম্যানচেস্টারে বুমরাহ লাগাতার ২ টেস্ট খেলতে নামার পর তার বলের গতি অনেকটাই কমে গিয়েছিল। সাধারণত বুমরাহ ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার গতিবেগে বল করে থাকেন। কিন্তু ম্যানচেস্টার টেস্টে তার ফিটনেসের কিছু দুর্বলতা ফুটে ওঠে। 

বিসিসিআইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, ‘বুমরাহ’র বিষয়টি ব্যতিক্রম। এটি শুধুমাত্র বোলিং কোচ কিংবা সাপোর্ট স্টাফের নির্দেশনা পেয়ে তাকে বিশ্রাম দেওয়ার বিষয় নয়। এর সঙ্গে দলের মেডিক্যাল স্টাফরাও জড়িত এবং বুমরাহ’র মতো ক্রিকেটারও নিজ থেকে জয়ের তাড়না দেখান। এর বাইরে যে সিদ্ধান্তই আসুক সেটি তাকে রক্ষা এবং আরও বেশি সময় মাঠে রাখার লক্ষ্যই নেওয়া হয়।’ বুমরাহ-ও নাকি টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআইকে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেক্ষেত্রে তার বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত সামনে কতটুকু প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়।

আবার বিসিসিআই যদি খেলোয়াড়দের নিজ থেকে ম্যাচ বেছে খেলার সিদ্ধান্তে লাগাম টানে, সেক্ষেত্রে বুমরাহকে টেস্ট ক্যারিয়ার নিয়ে অবশ্যই ভাবনা-চিন্তা করতে হবে। এখন পর্যন্ত তিনি ৪৮ টেস্ট টেস্টে ২১৯টি উইকেট শিকার করেছেন। ভারতের হয়ে টেস্টে তিনি সবচেয়ে দ্রুততম দুইশ উইকেটশিকারি এবং বিশ্ব ক্রিকেটে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন। তিনি বিশ্বে একমাত্র যে, ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৮ দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক Aug 07, 2025
img
নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান Aug 07, 2025
img
বুলবুলের ১২ হাজার টাকার বাসা ভাড়া থাকা নিয়ে মুখ খুললেন ইমরুল Aug 07, 2025
img
৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই ভোট দিতে পারবেন : সানাউল্লাহ Aug 07, 2025
img
নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো: বাণিজ্য উপদেষ্টা Aug 07, 2025
img
জামিন পেলেন না সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা Aug 07, 2025
img
কক্সবাজারে যাওয়া ছিল আমার নীরব প্রতিবাদ : হাসনাত Aug 07, 2025
img
এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ : মেহজাবীন Aug 07, 2025
img
ট্রাম্পের নতুন পরিকল্পনা! এবার পরিবর্তন আসছে ভারতীয়দের H1B ভিসায়? Aug 07, 2025
img
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি : ইসি সানাউল্লাহ Aug 07, 2025
img
হকি এশিয়া কাপে খেলবে না পাকিস্তান, বিকল্পে বাংলাদেশকে আমন্ত্রণ Aug 07, 2025
img
শোকজের জবাব অসভ্য জগতে সভ্যতার নিদর্শন: নাসীরুদ্দীন পাটওয়ারী Aug 07, 2025
img
চিকিৎসক ও নার্স নিয়োগে বড় সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা Aug 07, 2025
img
এবার জাপানে চালু হচ্ছে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি Aug 07, 2025
img
মালয়েশিয়াতে ৯ বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসী আটক Aug 07, 2025
img
ক্ষমতা থাকলে বাবরকে টি-টোয়েন্টি দলে নিতাম : ওয়াসিম আকরাম Aug 07, 2025
img
এনসিএলে নিজ বিভাগের বদলে যে দলের হয়ে খেলতে চান মুশফিক! Aug 07, 2025
img
গণ-অভ্যুত্থানের বিরোধিতাকারী ২১ শিক্ষকের তালিকা ও ছবি প্রকাশ Aug 07, 2025
img
জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি : সালাহউদ্দিন আহমদ Aug 07, 2025
img
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির Aug 07, 2025