টি-টোয়েন্টি ফরম্যাটের এনসিএলের আসন্ন আসরে খেলবেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এখন পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের খেলার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও বিসিবির আশা এই তারকাও থাকবেন টুর্নামেন্টে। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ (৭ আগস্ট) এসব কথা জানিয়েছেন।
চলতি বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবাল। অনেকেই তখন সব ধরনের ক্রিকেটে তামিমের ক্যারিয়ারের শেষ দেখছিলেন। তবে এনসিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন তামিম। এবারের আসরে চট্টগ্রামের হয়ে খেলার জন্য দলটির সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা এবং বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তামিমের মতোই এনসিএলে খেলার জন্য ইতোমধ্যে কথাবার্তা শুরু করেছেন মুশফিক। এই ক্রিকেটার রাজশাহী বিভাগের হলেও খেলার ইচ্ছা সিলেটে। ইতোমধ্যে দলটির সঙ্গে কথা শুরু করেছেন মুশি। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এখন পর্যন্ত কিছু শোনা না গেলেও তাকে পাওয়ার আশা দেখছেন আকরাম খান।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আশা করছি ৩ জনই খেলবে (তামিম, মুশফিক ও রিয়াদ)। তামিম চট্টগ্রামের সঙ্গে কথা বলেছে, ও খেলবে। মুশফিক সিলেটকে অনুরোধ করেছে, ও সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ.... কোনো খেলোয়াড় সম্পর্কে এখনও আমাকে বা নির্বাচকদের কিছু বলা হয়নি। আশা করছি ও (রিয়াদ) খেলবে।’
সামনে বাংলাদেশের বড় অ্যাসাইনমেন্ট এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ বার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে টাইগারদের একবারও শিরোপা জেতা হয়নি। এবারের আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় তরুণদের নিয়ে আশা দেখছেন অনেকেই। আকরাম খানও আছেন সেই দলে।
এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে আকরাম বলেন, ‘১০০% (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)। আপনি যদি ফাইনাল খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বিশ্বাসটা আছে, শতভাগ আছে। টি-টোয়েন্টিতে মনে করবেন না অতি আত্মবিশ্বাসী। যদি আমরা ঠিকঠাক খেলি।’
ইউটি/টিএ