মালয়েশিয়ার আয়ার হিতাম এলাকার বিদেশি মালিকানাধীন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ, জোহর রাজ্য। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
বিবৃতিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ, আয়ার হিতাম এলাকার ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত বিদেশি মালিকানাধীন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। পূর্ববর্তী তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল চালানো এই অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ২০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি এবং ৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক। আটকদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকদের আরও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য সেটিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
অভিযানে বিভিন্ন পদমর্যাদার ইমিগ্রেশন কর্মকর্তা, সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা এবং জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) অংশগ্রহণ করে।
ইউটি/টিএ