বিএনপি চায় না মাদ্রাসা শিক্ষাঙ্গন কোনো একটি রাজনৈতিক দলের এজেন্ডায় পরিণত হোক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপি জাতীয় ঐক্যে বিশ্বাসী। দলটি দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ব্যক্তিগতভাবে কারো রাজনৈতিক বিশ্বাস বা মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এমন কোনো দলের প্রভাব যেন না থাকে, যাতে মনে হয় একটি প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চেষ্টা করব যেন কোনো প্রতিষ্ঠানেই জবরদস্তি না চলে। সবাই যেন স্বাধীনভাবে তাদের বিশ্বাস ও চর্চা অনুসরণ করতে পারে।’
ইউটি/টিএ