নির্দেশ অমান্য করায় জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান যে বার্সেলোনার চক্ষুশূল হয়েছেন সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। কাতালান ক্লাবটির সিদ্ধান্তে এবার সেটাও নিশ্চিত হয়ে গেল।
বার্সেলোনার নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে টের স্টেগানকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্লাবটি।
বিবৃতিতে বলা হয়, এফসি বার্সেলোনা ঘোষণা করছে যে মার্ক-আন্দ্রে টের স্টেগানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কোচিং স্টাফ ও স্পোর্টিং ডিরেক্টশনের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, সাময়িক সময়ের জন্য প্রথম দলের অধিনায়ক থেকে তাকে সরিয়ে নেওয়ার। এ সময়ে প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান সহকারী অধিনায়ক রোনাল্ড আরাহো।
মূলত, টের স্টেগানের সঙ্গে বার্সেলোনার বিবাদটা তৈরি হয় মেডিকেল রিপোর্ট ইস্যুতে। চিকিৎসার পর টের স্টেগানের স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন লা লিগা কর্তৃপক্ষের কাছে জমা দিতে চেয়েছিল বার্সা। তবে সেটি দিতে অস্বীকৃতি জানান এ জার্মান গোলরক্ষক। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সেটা পরিষ্কার নয়।
প্রতিবেদনটি লিগ কর্তৃপক্ষকে জমা দিলে তার দীর্ঘ অনুপস্থিতি প্রমাণ করে দলে হোয়ান গার্সিয়ার মতো নতুন খেলোয়াড়দের যুক্ত করতে পারতো কাতালান ক্লাবটি। মেডিকেল কমিশন মনে করছে, তার ইনজুরিটা দীর্ঘ সময়ের।
তবে টের স্টেগান প্রতিবেদন জমা দিতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গজনিত তদন্ত শুরু করেছে বার্সা কর্তৃপক্ষ। যার অংশ হিসেবে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আপাতত তার স্থলে বার্সার নেতৃত্ব দেবেন দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাহো।
এমকে/টিকে