জুলাই ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে : গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতি জুলাই ঘোষণাপত্রের অপেক্ষায় ছিল। কিন্তু বিচারক হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান— এসব কিছুই জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি।

তিনি বলেন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, তা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি। এসব বিষয় অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে।

ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা-চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে (৩য় তলা) বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ২০০৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘ছাত্র-শিক্ষক-জনতার অবদান ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি। প্রধান উপদেষ্টার তৈরি ঘোষণাপত্রটি অসম্পূর্ণ।

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। নির্দলীয় সরকারের অধীনেই ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানাই।

আলোচনা সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ড. এম কোরবান আলী।

প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। প্রত্যেক বিভাগে শিক্ষার মান নিশ্চিত করা সময়ের অনিবার্য দাবি। যাদের কারণে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছিল—সেই শ্রমিক, মুটে-মজুর ও শিক্ষকরা—জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত।

তাই দেশ ও জাতির স্বার্থে অন্তঃসারশূন্য এ ঘোষণাপত্র সংশোধন করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও বক্তব্য দেন— অধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম, জিএম আলাউদ্দিন, অধ্যক্ষ ড. মো. সাখাওয়াত হোসাইন, অধ্যক্ষ মো. মুনজুরুল হক, অধ্যাপক নূর নবী মানিক, অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, প্রফেসর ড. উমার আলী প্রমুখ।

আলোচনার সারাংশ উপস্থাপন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. এম কোরবান আলী। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষকরা ক্লাসরুমে পাঠদান বন্ধ রেখে তাদের পেটের ক্ষুধা নিবারণের লক্ষ্যে দিন-রাত রাজপথে অবস্থান করছেন। তারা সরকারের কাছে ন্যায্য দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অথচ শিক্ষকরা বৃষ্টিতে ভিজে, রোদের মধ্যে দাঁড়িয়ে, মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ছেন।

তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, সব শিক্ষক সংগঠনের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।

তিনি বলেন, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদসহ অন্যান্য শিক্ষক সংগঠন বহুদিন ধরে দাবিদাওয়া আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের উচিত, অবিলম্বে এসব দাবি মেনে নেওয়া।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের চেতনায় নতুন প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান জানান।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকায় আসছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার Aug 08, 2025
img
ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী Aug 08, 2025
আল্লাহর বিশেষ ডাক পাওয়ার আমল | ইসলামিক টিপস Aug 08, 2025
দুই সন্তান রেখে আলাদা হচ্ছেন সাইফ-কারিনা? বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুলছেন না কেউই Aug 08, 2025
কক্সবাজারে রাতের বৃষ্টিতে ভিজলেন হাসনাত, সৈকতে খেললেন ফুটবল Aug 08, 2025
গোপালগঞ্জের রহস্যময় সেই ব্যক্তির মিললো পরিচয়! Aug 08, 2025
ছাত্রদল- যুবদল নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ Aug 08, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 08, 2025
শুল্কের চাপেও অনড় মোদী, প্রস্তুত কৃষকের স্বার্থ রক্ষায় চড়া মূল্য দিতে Aug 08, 2025
এই মন্তব্যের পেছনে কারণ কী? বিএনপি কি জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? Aug 08, 2025
‘নো-ফ্লাই জোনে’ গড়ে ওঠা ভবনের দায় রাজউকের: বেবিচক Aug 08, 2025
গণভবনের পথে প্রথম কাঁটা সরিয়েছিলেন যিনি! Aug 08, 2025
কক্সবাজারে বৃষ্টিতে ভিজে ফুটবল খেললেন হাসনাত, এনসিপির তলব Aug 08, 2025
img
'এনসিপির কাঁধে ভর করে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসছে' Aug 08, 2025
img
মৌলভীবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর Aug 08, 2025
img
বাবরকে দলের বাইরে রাখার পক্ষে নন শহিদ আফ্রিদি Aug 08, 2025
img
৩ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল শুরু Aug 08, 2025
img
আমার অন্তঃসত্ত্বার খবরে পরিচালক খুশি হননি, অভিযোগ অভিনেত্রী রাধিকার Aug 08, 2025
img
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাল জামায়াতে ইসলামী Aug 08, 2025
img
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন শহীদ মুগ্ধের বাবা Aug 08, 2025