বুমরাহকে ঘিরে সমালোচনা, পাশে দাঁড়ালেন হার্শা ভোগলে

ভারতের হয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিন টেস্টের বেশি খেলবেন না,  এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের লক্ষ্যেই সীমিত রাখা হয় জসপ্রিত বুমরাহর অংশগ্রহণ। তবে তার বিপরীতে পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ছেন মোহাম্মদ সিরাজ।

বিশেষ করে ওভালে ভারতের জয়ে মুখ্য ভূমিকা নেওয়ার পর অনেকেই বুমরাহর বিশ্রাম নিয়ে প্রশ্ন তুলছেন। সমালোচনার সেই স্রোতের বিপরীতে এবার বুমরাহর পক্ষেই কথা বললেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে, জানালেন, বুমরাহ হতে গেলে কতটা কঠিন পথ পেরোতে হয়, তা সমালোচকেরা বোঝেন না।



তিন টেস্ট খেলা নিশ্চিত থাকলেও কোন কোন ম্যাচ খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারংবার নিশ্চিত করা হয় ডানহাতি পেসারের ফিটনেসের অবস্থা ও ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাকে খেলানো হবে। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই খেলানো হয় বুমরাহকে।

হেডিংলিতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এজবাস্টন টেস্টে অবশ্য খেলানো হয়নি তাকে। এক ম্যাচের বিরতি দিয়ে ফেরানো হয় লর্ডসে।

নিজের ফেরার ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৭৪ রানে ৫ উইকেট। সিরিজে ফিরতে ম্যানচেস্টারে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। ড্র করা ম্যাচে ৩৩ ওভারে ১১২ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।

পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় শেষ টেস্টে খেলানো হয়নি তাকে। তিন টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন বুমরাহ।

ভারতীয় পেসারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল সিরাজই। ডানহাতি পেসার অবশ্য ইংল্যান্ড সফরের সব ম্যাচেই খেলেছেন। ৯ ইনিংসে নিয়েছেন সিরিজের সবচেয়ে বেশি ২৩ উইকেট। যেখানে ওভাল টেস্ট জিতে ভারতকে সিরিজ ড্র করতে বড় ভূমিকাও রেখেছেন।

সিরাজের এমন পারফরম্যান্সের পর সুনীল গাভাস্কার জানান, ভারতীয় ক্রিকেটে তিনি আর ওয়ার্কলোড বিষয়টি দেখতে চান না। সমালোচকরাও সুযোগ পেয়ে বুমরাহকে ট্রল করতে থাকেন। সবশেষ কয়েকদিনে তাকে ট্রল করা হলেও এসব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বুমরাহ।

তবে ভারতের ‘ম্যাচ উইনারের’ হয়ে ব্যাট ধরেছেন হার্শা। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক যেন বিশ্বাসই করতে পারছেন না।

নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে হার্শা লিখেছেন, ‘সত্যিই? বুমরাহকে আপনারা ট্রল করছেন? আশা করি আপনি তাদের মধ্যে নেই। কিন্তু যদি আপনি থাকেন তাহলে বলতে হবে একজন বুমরাহ হওয়ার জন্য কী সহ্য করতে হয় সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনারকে নিয়ে আপনার কোনো কৃতজ্ঞতা নেই। দেখা যাচ্ছে, প্রায় অন্য যেকোনো বোলারের চেয়ে সে বেশি ওভার বোলিং করেন।’

ইংল্যান্ড সফরে ৫ টেস্টের ৯ ইনিংসে ১৮৫.৩ ওভার বোলিং করেছেন সিরাজ। অর্থাৎ প্রতি ইনিংসে তিনি ২০.৫৯ ওভার বোলিং করেছেন। বিপরীতে তিন টেস্ট খেলা বুমরাহ ৫ ইনিংসে বোলিং করেছেন ১১৯.৪ ওভার। ভারতের তারকা পেসার প্রতি ইনিংসে ২৩.৮৮ ওভার বোলিং করেছেন। যার মানে হচ্ছে প্রতি ইনিংসেই সিরাজের চেয়ে বেশি ওভার বোলিং করেছেন বুমরাহ। এদিকে সিরাজের বাইরে ভারতের পেসারদের মধ্যে কেউই বুমরাহর চেয়ে বেশি ওভার বোলিং করেননি।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল রোববার সকাল ১০টায় প্রকাশিত হবে Aug 08, 2025
img
সাড়ে চার হাজারের বেশি রোগী দেখার পর যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভুয়া নার্স Aug 08, 2025
img
খুলনা, বরিশালসহ দক্ষিণের সাত অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা Aug 08, 2025
img
বিসিবির নতুন নীতিমালা ও ম্যাচ ফি বৃদ্ধি Aug 08, 2025
img
মধ্যপ্রাচ্যের সব দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের আহ্বান ট্রাম্পের Aug 08, 2025
img
খাবারে বিষক্রিয়ায় হাসপাতালে শেহনাজ, জানালেন করণ বীর মেহরা Aug 08, 2025
img
ঢাকায় থেমে থেমে ঝরছে বৃষ্টি, যেমন থাকবে আজকের তাপমাত্রা Aug 08, 2025
img
স্টেগান-বার্সা টানাপোড়েন এর মাঝেই ইনিগো পাড়ি দিলেন আল নাসরে Aug 08, 2025
img
এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই Aug 08, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত Aug 08, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ Aug 08, 2025
img
মব সৃষ্টি করে জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান বাধাগ্রস্ত করায় ইউনিভার্সিটি টিচার্স লিংকের নিন্দা Aug 08, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন-ভারত শুল্কযুদ্ধে বায়ারদের নজর বাংলাদেশে Aug 08, 2025
img
‘জীবাশ্মের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে হবে’ Aug 08, 2025
img
ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ২,৮৫৬ কোটি টাকা Aug 08, 2025
img
ইতিহাসে আজকের দিনে কী ঘটেছিল? Aug 08, 2025
img
দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ Aug 08, 2025
img
যুক্তরাজ্যে অপরাধ তদন্তে সাময়িক বরখাস্ত ক্রিকেটার হায়দার আলী Aug 08, 2025
img
জ্বর-সর্দি হলে যেসব খাবার অবশ্যই খাওয়া উচিত Aug 08, 2025
img
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের Aug 08, 2025