নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে রাজি হননি বার্সেলোনার গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। যে কারণে চোটের কবলে থাকা এই জার্মান তারকার জায়গায় অন্য কাউকে স্কোয়াডে নিতে কাতালানরা বিপত্তিতে পড়েছে। এ নিয়ে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে স্টেগান-বার্সার মধ্যে। এরই মাঝে হ্যান্সি ফ্লিকের দল অভিজ্ঞ এই গোলরক্ষকের কাছ থেকে অধিনায়কের ভার কেড়ে রোনাল্ড আরাউহোকে দিয়েছে।
অন্যদিকে, অনেকটা নীরবেই বার্সার সেন্টারব্যাক ইনিগো মার্টিনেজ ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন বলে খবর দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। তার মতে– ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছেড়ে আল নাসরে যোগ দিয়েছেন ইনিগো মার্টিনেজ। ফলে তার কোনো ট্রান্সফার ফি নেই।
এদিকে, ইএসপিএন বলছে– আল নাসরে ইনিগোর যোগ দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে বার্সেলোনার দরকষাকষি উচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও কাতালান ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। এই মুহূর্তে বার্সা সেটিকে সহজ করে তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে চায়। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে গত গ্রীষ্মেই সৌদি প্রো লিগ থেকে আকর্ষণীয় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটির এক সূত্র। কিন্তু ওই সময় বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো তাকে ছেড়ে না যাওয়ার ব্যাপারে রাজি করিয়েছিলেন।
আরেক টুইটে রোমানো জানিয়েছেন, ২০২৬ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি হতে পারে ইনিগোর। এরসঙ্গে এক বছর মেয়াদ বাড়িয়ে নেওয়ারও সুযোগ রাখা হবে। এদিকে, স্প্যানিশ এই সেন্টারব্যাকের ছেড়ে যাওয়া বার্সা ও কোচ হ্যান্সি ফ্লিকের জন্য কিছুটা ব্যাকফুটে পড়ার মতোই। ফ্লিক তাকে পাউ কুবারসির সঙ্গে প্রায় নিয়মিতই শুরুর একাদশে রাখতেন। এর আগে ২০২৩ সালের গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে অ্যাথলেটিক ক্লাব থেকে কাতালান ঠিকানায় যোগ দেন ইনিগো। প্রথম মৌসুম ইনজুরিতে কাটালেও, সবশেষ মৌসুমে খেলেছেন ৪৬ ম্যাচ।
অবশ্য সেন্টারব্যাক পজিশনে ফ্লিকের হাতে অপশন হিসেবে আছেন আরাউহো, এরিক গার্সিয়া ও আন্দ্রেস ক্রিস্টেনসেনের মতো ফুটবলার (ইনজুরির জন্য গত মৌসুমে ছিলেন না)। এর সঙ্গে গোলরক্ষকের সঙ্গে গৃহযুদ্ধেও ইতিবাচক সমাধান দরকার ক্লাবটির। লা লিগার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে দীর্ঘমেয়াদী অনুপস্থিত বিবেচনা করার জন্য অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। বার্সেলোনার হয়ে চারশর বেশি ম্যাচ খেলা টের স্টেগান সম্প্রতি সামাজিক মাধ্যমে লেখেন, তাকে তো মাঠের বাইরে থাকতে হবে কেবল তিন মাস।
সেই কারণ এবং বার্সার হয়ে দীর্ঘ সময় সেবা দেওয়ার পরও কর্তৃপক্ষের এমন আচরণ মানতে পারছেন না টের স্টেগান। আবারও বার্সার কাছেও অপশন কম। জার্মান এই গোলরক্ষক তাদের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়দের একজন। স্টেগানকে অনুপস্থিত দেখালে, তার বার্ষিক বেতনের ৮০ শতাংশ হিসাব থেকে বাদ দিয়ে অন্য কাউকে লা লিগার স্কোয়াডে নিবন্ধন করতে পারবে। লিগের বেতন-সীমা নিয়ম মেনেই গোলকিপার গার্সিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা মার্কাস রাশফোর্ডকে নিবন্ধন করাতে পারবে বার্সেলোনা। আর সেজনির বেতন কম হওয়ায় তাকে নিবন্ধনের ঝামেলা কিছুটা কম!
এফপি/টিএ