বৃষ্টিতে সরবরাহ সংকট, নিত্যপণ্যের বাজারে আগুন

শ্রাবণের শেষ সময়ে এসেও বর্ষার ‘যৌবন’ যেন শেষ হচ্ছে না। নিয়মিত ঝরেই যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শাক-সবজি উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেতে হচ্ছে কৃষকদের। যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বেড়েই চলেছে।

রাজধানী ঢাকার খুচরা বাজারে গত এক সপ্তাহে বেশির ভাগ নিত্যপণ্যের দামই বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে ময়দা, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ডিম, মুরগি, গরু-খাসির মাংস এবং ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের ওপর।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর মিরপুরের মাটিকাটা এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বাজারে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২১০০ টাকা পর্যন্ত। মাঝারি সাইজের ইলিশের দামও ১২০০ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে মানুষের ভিড় কিছুটা বেশি, তাই বিক্রেতারা অন্যান্য মাছের দামও চাইছেন বেশি।

আবার মুরগির বাজারেও রয়েছে দামের ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকায় পৌঁছেছে, যা সপ্তাহখানেক আগেও ১৪৫-১৫০ টাকার মধ্যে ছিল। পাকিস্তানি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা দামে। খাসির মাংস এখন ১২০০ টাকায়, আর গরুর মাংস ৭৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রোটিনের আরেক উৎস ডিমের দামও বাড়ন্ত। বর্তমানে ফার্মের ডিম প্রতি হালি ৪৬-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ ডজনপ্রতি ১৪০-১৪৫ টাকা।

সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মসলা ও তেলের বাজারে। সয়াবিন তেল (লুজ) বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৭২ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ১৬২ টাকা। পাম অয়েল ও সুপার পাম অয়েলের দামও বেড়েছে যথাক্রমে ১০ ও ১১ টাকা করে। খোলা ময়দার দাম বেড়ে হয়েছে ৬৫ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকা।
ডালের বাজারেও রয়েছে দামের উর্ধ্বগতি। মাঝারি মানের মশুর ডাল এখন ১৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ছোট দানার ডাল ১৫৫ টাকা। আর বড় দানার ডাল কিছুটা সস্তায় ৯৫-১১০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে এসব ডালের দাম ছিল তুলনামূলক কম।

মসলার বাজারেও লাগাম নেই। দেশি পেঁয়াজ এখন ৮৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকায়। দেশি রসুন ১৬০ টাকা কেজি, আমদানি করা রসুন ২২০ টাকায়। আদা (আমদানি) বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকা কেজি দরে। এলাচ কেজিপ্রতি ৫২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় কিছুটা বেড়েছে।

তবে সব পণ্যের দাম যে বেড়েছে তা নয়। আলুর দাম কিছুটা কমেছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি আলু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা।


অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত ১ সপ্তাহের ব্যবধানে ময়দা (খোলা), সয়াবিন তেল (লুজ), পাম অয়েল লুজ, সুপার পাম অয়েল লুজ, মসুর ডাল (মাঝারী, ছোট), মুরগী ব্রয়লার পেঁয়াজ (দেশি), রশুন (আম), আদা (আম), এলাচ এবং ডিমের দাম বেড়েছে। আর আলু, রসুন (দেশি), এম এস রডের (৬০, ৪০ গ্রেড) দাম কিছুটা কমেছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছে কলম্বিয়া: পেত্রো Jan 09, 2026
img
ময়মনসিংহে বিএনপিতে যোগ দিল আ.লীগ-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী Jan 09, 2026
img
জকসুর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Jan 09, 2026
img
জামায়াতের লোক কখনও হিন্দুদের বাড়ি দখল করে না: গোলাম পরওয়ার Jan 09, 2026
img
বিএনপি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা নিজামের মৃত্যু Jan 09, 2026
img
পঞ্চগড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইসসহ শিক্ষার্থী আটক Jan 09, 2026
img
নির্বাচনী ইস্যুতে জামায়াত প্রার্থীসহ ২ জনকে কারণ দর্শানোর নোটিশ Jan 09, 2026
img
খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না : শামা ওবায়েদ Jan 09, 2026
img
চাঁদাবাজির চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের : হাসনাত আব্দুল্লাহ Jan 09, 2026
img
ফার্মগেটে আনোয়ারা উদ্যান আজ থেকে উন্মুক্ত : ডিএনসিসি প্রশাসক Jan 09, 2026
img
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নাজিমুদ্দিন আলম Jan 09, 2026
img
জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের অনেক দায়িত্বশীল হতে হবে : জাহিদ হোসেন Jan 09, 2026
img
বরিশালে ‘যুবলীগকর্মী ছেলেকে’ না পেয়ে বাবাকে আটক করার অভিযোগ Jan 09, 2026
img
নাগরিক সেবা সহজ ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ জরুরি : ফয়েজ তৈয়্যব Jan 09, 2026
img
ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ: সিডিএফ Jan 09, 2026
img

সমালোচনার পর ব্যাখ্যা দিলেন জামায়াত প্রার্থী

'বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে' Jan 09, 2026
img
জায়মা কি রাজনীতিতে প্রবেশ করছেন? Jan 09, 2026
img
ইরানের ক্রাউন প্রিন্সকে সমর্থন প্রদানের প্রশ্নে ট্রাম্পের মন্তব্য Jan 09, 2026
img
ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় আফ্রিদি Jan 09, 2026
img
ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে: মোহাম্মদ মিঠুন Jan 09, 2026