গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা রুজু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই মো. সেলিম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি’র উপ-কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। নিহতের বড় ভাই বাসন থানায় মামলাটি দায়ের করেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, ইতোমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
এসএন