যুব ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রোববার (১০ আগস্ট) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ খেলেছে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম দুই দেখার মতো এ ম্যাচেও যুবা টাইগারদের কাছে পাত্তা পায়নি তারা।
জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে আগের দুই ম্যাচের মধ্যে প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ৯১ রানে, দ্বিতীয়বার জয় ৮ উইকেটে। আজ জিতল ১৬০ রানের বড় ব্যবধানে। হারারেতে ১৮৫ রানের লক্ষ্য দিয়ে স্বাগতিকদের ১২৪ রানে অলআউট করে দিয়েছে তারা।
রান তাড়ায় বাংলাদেশের বোলারদের সামনে কোনো জবাব ছিল না জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের। ৬৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ষষ্ঠ উইকেটটি যায় দলীয় ১১৮ রানের সময়। ওই সময় সর্বোচ্চ ৪৭ রান করে রিজান হোসেনকে উইকেট দিয়ে আউট হন বেনি জুজে। এরপর ৬ রান তুলতেই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
শেষদিকে একমাত্র মাইকেল ব্লিগনটই একটু লড়াই করেন। ৩৪ বলে তিনি করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন ৩টি করে উইকেট নেন। শাহরিয়ার আল-আমিন নেন ২ উইকেট।
৬ উইকেটে বাংলাদেশ ২৮৪ রানের সংগ্রহ পেয়েছিল রিফাত বেগের কল্যাণে। এই ওপেনার ৭৮ বলে ১০ চার ও এক ছয়ে ৭৭ রান করেন। বাকিদের মধ্যে ফরিদ হাসান ৩৮, মো. আবদুল্লাহ ৩৭, আজিজুল ৩৪, ফারজান হোসেন ৩৪ ও রিজান হোসেন ৩০ রান করেন।
এমকে/টিকে