রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার ‘খুবই ভালো’ কথোপকথন হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা ইউক্রেন প্রসঙ্গ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন মোদি লিখেছেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো ও বিস্তারিত কথা হয়েছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য শেয়ার করায় আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।
এই বছরের শেষ দিকে আমি প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
দুই নেতার এই টেলিফোন আলাপ এমন এক সময় হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে লক্ষ্য করে কঠোর শুল্কারোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বুধবার ঘোষণা দেন, রাশিয়ার তেল কেনার কারণে ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। কারণ ইউক্রেনে মস্কোর যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল অর্থনৈতিক উৎসগুলোর একটি এ তেলের রাজস্ব।
প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে, আর বাকি অতিরিক্ত ২৫ শতাংশ তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারত আমদানি খরচে বিলিয়ন ডলার সাশ্রয় করেছে, যার ফলে দেশে জ্বালানির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। এ ছাড়া রাশিয়া ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ এবং দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক সোভিয়েত যুগ থেকেই বিদ্যমান।
অন্যদিকে ক্রেমলিন কোনো দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে চাপ প্রয়োগের আহ্বানকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছে, যদিও ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেনি তারা।
এর আগে পুতিন বৃহস্পতিবার মস্কোয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি শীর্ষ বৈঠক ‘আসন্ন কয়েক দিনের মধ্যেই’ অনুষ্ঠিত হবে বলে ক্রেমলিন জানিয়েছে।
এমকে/টিকে