করাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি চিতল মাছ ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ৯ কেজি ওজনের ওই চিতলটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকার পদ্মা নদীতে চিতল মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে আনিস হালদারের জালে। পরে বিক্রি করতে মাছটি নিয়ে যান দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায়।
সেখানে ৯ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ১৪ হাজার ৪০০ টাকায় চিতলটি বিক্রি করেন ওই জেলে। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫ হাজার ৩০০ টাকায় ওই চিতলটি বিক্রি করেন শাজাহান।
জেলে আনিস হালদার বলেন, ‘৯ কেজি ওজনের চিতলটি আমার জালে ধরা পড়েছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুশি।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ এ্ক গণমাধ্যমকে বলেন, ‘পদ্মা নদীর চিতল মাছ খুবই সুস্বাদু। এমন আকারের চিতলের প্রচুর চাহিদা রয়েছে। ৯ কেজি ওজনের চিতলটি আমি কিনে বিক্রি করেছি। এতে ৯০০ টাকা আমার লাভ হয়েছে।
এমকে/টিকে