ব্রাজিলিয়ান কিশোর এস্তেভাও, যাকে অনেকে ভালোবেসে ‘মেসিনহো’ বলে ডাকেন, নতুন ক্লাব চেলসির হয়ে প্রথম ম্যাচেই ঝলক দেখালেন। শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাত্র ১৮ মিনিটের মাথায় গোল করে চেলসির জার্সিতে স্বপ্নের সূচনা করলেন তিনি। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় চেলসি।
১৮ বছর বয়সি মেসিনহো বাম পায়ের শটে বল জালে জড়ান।
গত বছর জুলাইয়ে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিলেও গত মৌসুমে তিনি ব্রাজিলিয়ান ক্লাবটিতেই খেলেছেন। ইএসপিএনের খবর অনুযায়ী, মেসিনহোকে প্রাথমিকভাবে ৩৪ মিলিয়ন ইউরো (৪০ মিলিয়ন ডলার) দিয়ে চুক্তিবদ্ধ করা হয়, যা শর্তভিত্তিক বোনাসে বেড়ে ৬৭ মিলিয়ন ইউরো (৭৮ মিলিয়ন ডলার) পর্যন্ত পৌঁছাতে পারে। এই সপ্তাহেই তিনি লন্ডনে এসে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।
এস্তেভাওয়ের আগের ম্যাচও ছিল চেলসির বিপক্ষে, ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
চেলসি শেষ পর্যন্ত শিরোপা জেতে। শুক্রবার ছিল চেলসির প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ।
আরেক নতুন সাইনিং ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো করেন চেলসির দ্বিতীয় গোল। ম্যাচের ৯০তম মিনিটে নিচু শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
এমআর/টিএ