গুঞ্জন ও বিবাদের পর অবশেষে ফের বার্সেলোনার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব ফিরে পেলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। শুক্রবার ক্লাব ঘোষণা করেছে, জার্মান গোলরক্ষক তার চিকিৎসা রিপোর্ট লা লিগার কাছে পাঠানোর অনুমোদন দিয়েছেন। এর ফলে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে তিন মাসের পিঠের অস্ত্রোপচার ও পুনর্বাসনকে কেন্দ্র করে স্টেগেন ও ক্লাবের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
লা লিগার নিয়ম অনুযায়ী, দীর্ঘস্থায়ী ইনজুরির ক্ষেত্রে খেলোয়াড়কে চার মাস মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু টের স্টেগেন দাবি করেন, তিন মাসের মধ্যেই তিনি মাঠে ফিরবেন। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার বার্সেলোনা তাকে অস্থায়ীভাবে ক্যাপ্টেনপদ থেকে সরিয়ে দেয়।
ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছিল, স্টেগেন তার চিকিৎসার তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ক্লাব আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিল।
তবে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সোমবার বিষয়টি মীমাংসা হয়।
বার্সেলোনা বলেছে, ‘তার চিকিৎসা প্রতিবেদন লা লিগায় পাঠানোর অনুমতি পাওয়ার পর সব শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এবং তিনি আবারও প্রথম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’
স্টেগেন নিজেও জানান, আমি সর্বোচ্চ সম্মানে ক্লাবের সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলাম এবং দ্রুত প্রয়োজনীয় অনুমোদন দিয়েছি। আমার অস্ত্রোপচার ও পুনরুদ্ধার সম্পূর্ণ ক্লাবের সঙ্গে সমন্বিত ছিল।
কেএন/টিএ