১০ ক্রিকেটারকে ছাঁটাই করছে চেন্নাই, কারা রয়েছেন তালিকায়?

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। যদিও সর্বশেষ আসরটা দুঃস্বপ্নের মতো কেটেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। নিজেদের ইতিহাসে এমন বাজে সময় খুব একটা দেখতে হয়নি সিএসকেকে। টানা ৫ ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডও গড়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায়। চেন্নাইয়ে খেলা সাবেক ক্রিকেটারদের মতে, নিলামে ভালো দল গড়তে ব্যর্থ হওয়ায় এমন বিপর্যয় চেন্নাইয়ের।

আইপিএলের আগামী নিলামে নতুন করে দল সাজাতে চাইছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। বলা যায়, দলের খোলনলচে বদলে ফেলার কথা ভাবছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারেন তারা। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন মূলত বয়স্ক ক্রিকেটাররা।

ম্যাচ জেতাতে পারেন, এমন ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চায় সিএসকে। এখনকার দল যথেষ্ট আগ্রাসী নয় বলেও মনে করছেন তারা। আবার নতুন ক্রিকেটার নেওয়ার মতো অর্থকড়ি তাদের কাছে নেই। তাই ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে প্রায় সাড়ে ৩৪ কোটি রুপির সংস্থান করার পরিকল্পনা করা হচ্ছে। একাধিক আগ্রাসী ব্যাটারের দিকে নজর রয়েছে সিএসকে কর্তৃপক্ষের।



আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিসের মতো তরুণ ক্রিকেটারকে গত নিলামে কিনেছিল চেন্নাই কর্তৃপক্ষ। তাদের মতোই তরুণ আগ্রাসী ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করতে চাইছেন তারা। কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়েও আশাহত চেন্নাই কর্তৃপক্ষ। সেই ক্রিকেটারদের আগামী নিলামের আগে ছেড়ে দেওয়া হতে পারে বা অন্য কোনো দলের কাছে বিক্রি করে দেওয়া হতে পারে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তালিকা তৈরি করেছেন চেন্নাই কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। অভিজ্ঞ অফস্পিনারকে গত নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল চেন্নাই। নাম রয়েছে কিউই উইকেটকিপার ব্যাটার ডেভন কনওয়ের। তার জন্য খরচ হয়েছিল ৬ কোটি ২৫ লাখ রুপি। রয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের নামও। তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল চেন্নাই।

এ ছাড়া তালিকায় রয়েছে রাহুল ত্রিপাঠী (৩ কোটি ৪০ লাখ), স্যাম কারেন (২ কোটি ৪০ লাখ), গুরজাপনীত সিংহ (২ কোটি ২০ লাখ টাকা), নাথান এলিস (২ কোটি টাকা), দীপক হুডা (১ কোটি ৭৫ লাখ টাকা), জেমি ওভারটন (১ কোটি ৫০ লাখ টাকা), বিজয় শঙ্কর (১ কোটি ২০ লাখ টাকা)।

এসব ক্রিকেটারদের ছেড়ে দিলে চেন্নাইয়ের হাতে আসবে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। এ ছাড়া আরও কয়েক জনকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন চেন্নাইয়ের কর্তারা। নতুন দল তৈরির জন্য আগামী নিলামে ৪০ কোটি টাকা নিয়ে যেতে চান তারা।

ব্যাটিং লাইন-আপের টপ এবং মিডল অর্ডারে আগ্রাসী ব্যাটার চান সিএসকে কর্মকর্তারা। এই ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত ভালো ভারতীয় অলরাউন্ডারদের দিকেও নজর রয়েছে চেন্নাই কর্তৃপক্ষের। চেন্নাইয়ের ছাঁটাইয়ের তালিকায় ধোনির নাম থাকার প্রশ্ন নেই। তাকে ধরেই শক্তিশালী দল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ধোনির সঙ্গে রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা এবং শিবাম দুবেকে নিয়ে দলের কোর গ্রুপ তৈরির কথা ভেবেছেন তারা।

রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর জন্য যোগযোগ করেছিলেন চেন্নাইয়ের কর্তারা। রাজস্থান রুতুরাজ এবং কনওয়েকে চায় সঞ্জুর বদলে। চেন্নাই আবার এই শর্তে রাজি নয়। রুতুরাজকে ছাড়বে না চেন্নাই। তিনিই গত মৌসুম থেকে দলের ঘোষিত অধিনায়ক। চেন্নাই সঞ্জুকে কিনতে চায় শুধু টাকা দিয়ে। তাতে আবার রাজি নন রাজস্থান কর্তৃপক্ষ। দু’পক্ষের মধ্যে আলোচনা চললেও সমাধানের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগের মতো কাজ করলে বিএনপি ১৫ দিনও টিকবে না : মেজর হাফিজ Aug 09, 2025
img
বাংলাদেশে সঙ্গে ভারতের আচরণ শ্রীলংকাতেও হতে পারে! Aug 09, 2025
img
আসন্ন এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিলো পাকিস্তান! Aug 09, 2025
img
হাসনাতের উদ্দেশে চিঠি লিখে এনসিপি নেতা মাসুদের পদত্যাগ Aug 09, 2025
img
বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে সরকারের ১৯০ কোটি টাকার বরাদ্দ Aug 09, 2025
img
'সাইয়ারা' দেখে কেন কাঁদলেন ববি দেওল? Aug 09, 2025
img
ঢাবির হলে বামদের কমিটি নিয়ে বিরোধিতা হয়নি, এখন কেন : ফরহাদ Aug 09, 2025
img
দ্য হান্ড্রেডে প্রথম হাজার রান করলেন স্কাইভার-ব্রান্ট Aug 09, 2025
img
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি Aug 09, 2025
img
টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বড় জয় এখন নিউজিল্যন্ডের Aug 09, 2025
img
আরাউহোর দিকে নজর চেলসির, বার্সেলোনার চিন্তা কী? Aug 09, 2025
img
নদীবন্দরগুলোও পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে : সাখাওয়াত হোসেন Aug 09, 2025
img
প্রিয়জন হারিয়ে শোক কাটিয়ে ওঠার চেষ্টায় রুক্মিণী Aug 09, 2025
img
বলিউডের পাঁচ সিনেমা, যা বলে ভাইবোনের সম্পর্কের গল্প Aug 09, 2025
img
‘মির্জা ২’ অঙ্কুশের বিপরীতে খলনায়কের চরিত্রে যিশুর চমক Aug 09, 2025
img
হৃদয়ের ত্রয়ী সিক্যুয়েলে থাকছেন শাকিব Aug 09, 2025
img
তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে: নীলা ইস্রাফিল Aug 09, 2025
img
সালমান খানকে নিয়ে প্রাণঘাতীর হুমকি, সিনেমার সেট ভাঙার খবর Aug 09, 2025
img
বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়ানোর সিদ্ধান্তে খুশি ভারতীয় ব্যাবসায়ীরা Aug 09, 2025
img
১৫ আগস্ট কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না : পিনাকী Aug 09, 2025