ফিফা ক্লাব বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স দেখানো গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সই করেছেন। ২০ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড এখন থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত লস ব্লাঙ্কোদের হয়ে খেলবেন।
গঞ্জালো গত মৌসুমে ক্লাব বিশ্বকাপে চার গোল করে যৌথ শীর্ষ গোলদাতার খেতাব অর্জন করেন এবং ফিফার টিম অফ দ্য টুর্নামেন্টে নিজের জায়গা করে নেন। তার এই উজ্জ্বল পারফরম্যান্স ক্লাব কর্তৃপক্ষের নজর কাড়ে এবং নতুন চুক্তির মাধ্যমে তাকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়, ‘গঞ্জালো গার্সিয়ার সঙ্গে চুক্তি নবায়ন সম্পন্ন হয়েছে, যা তাকে আগামী পাঁচ সিজনের জন্য ক্লাবের সঙ্গে যুক্ত রাখবে।’ এছাড়া, তিনি এখন থেকে রিয়াল মাদ্রিদের প্রথম দলে ১৬ নম্বর জার্সি গায়ে খেলবেন। উল্লেখ্য, নম্বর ৯ জার্সিটি নতুন মৌসুমে পেয়েছেন এনদ্রিক।
গঞ্জালো ২০১৪ সালে মাত্র ১০ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দিয়ে শুরু করেন তার ফুটবল যাত্রা।
নভেম্বর ২০২৩ সালে প্রথম দলে অভিষেকের মাধ্যমে তিনি লা লিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর কাস্তিয়ার হয়ে ২৫ গোল করে প্রিমেরা ফেডারেশনের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম উজ্জ্বল করেন।
এমআর/টিএ