রাজস্থান রয়্যালস ছাড়তে চান সাঞ্জু স্যামসন। এই খবরের রেশ না কাটতেই আলোচনায় রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই কিংবদন্তির চেন্নাই সুপার কিংস ছাড়ার গুঞ্জন উঠেছে এবার। শুক্রবার (৮ আগস্ট) ফ্র্যাঞ্চাইজিটির সাম্প্রতিক অভ্যন্তরীণ আলোচনায় তিনি এই ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে এখনও অশ্বিনের বিচ্ছেদ না হলেও, একাধিক ঘটনার সূত্রে বোঝা যাচ্ছে ভারতের এই সাবেক স্পিনার নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এবং তা টিম ম্যানেজমেন্টকে জানিয়েও দিয়েছেন।
চেন্নাইয়ের সঙ্গে অশ্বিনের এই সম্ভাব্য বিচ্ছেদের কারণ এখনও পরিষ্কার নয়। এই ৩৮ বছর বয়সীকে চেন্নাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানানো হয়েছে কি না, তা-ও অজানা। তবে, ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তা, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গত কয়েক দিন ধরে চেন্নাইয়ে বসে আসন্ন মৌসুমের রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা করছেন।
অশ্বিন চেন্নাইয়ের একাডেমির ডিরেক্টর অফ অপারেশন্স পদ থেকেও সরে দাঁড়াতে পারেন, যে দায়িত্ব তিনি গত এক বছর ধরে পালন করছেন।
অশ্বিন এখন পর্যন্ত আইপিএলে ২২১ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১৮৭ উইকেট নিয়েছেন ৭.২৯ ইকোনমি রেটে এবং ব্যাট হাতে ৮৩৩ রান করেছেন ১১৮ স্ট্রাইক রেটে। গত মৌসুমে তিনি চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচ খেলেন। রেকর্ড ও অভিজ্ঞতার কারণে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে পেতে লিগের বিভিন্ন দল আগ্রহ ভরেই বিবেচনা করবে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৪ মৌসুমের আগে চেন্নাই তাকে ৯.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল, যা ছিল নয় বছর পর তার ঘরে ফেরা। ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।
২০০৯ সালে চেন্নাইয়ের হয়ে অশ্বিন আইপিএল ক্যারিয়ার শুরু করেন এবং প্রথম আট মৌসুম (২০০৮–২০১৫) ধোনির নেতৃত্বে কাটান।
উল্লেখ্য যে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনের ফ্র্যাঞ্চাইজি ছাড়ার অনুরোধের খবর প্রকাশিত হওয়ার একদিন পরে এলো অশ্বিনের চেন্নাই ছাড়ার খবর।
এমআর/টিএ