ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হল কমিটি নিয়ে বিরোধিতা হয়নি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ।
শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি বলেন, ‘শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে, হলে রাজনীতি না হোক। আমরা চাই, হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক।
অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন?’
তিনি দাবি করেন, শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই। আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি।
তিনি আরো বলেন, ‘কেউ বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিত বা মনগড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না।
শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে।’
এফপি/টিএ