ওয়াশিংটন ডিসি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।
শনিবার (৯ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে আগামী সোমবার হোয়াইট হাউজে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি। যেখানে ওয়াশিংন ডিসিতে অপরাধের বিষয়গুলো চিহ্নিত করা হবে এবং সেগুলো উত্তরণ নিয়ে আলোচনা করা হবে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ওয়াশিংটন ডিসি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর মধ্যে একটি। সোমবার হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে যা মূলত ওয়াশিংটন ডিসি -তে সহিংস অপরাধ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।
এর আগে ৬ আগস্ট ট্রাম্প বলেছিলেন যে তিনি ওয়াশিংটন, ডিসির রাস্তাগুলোতে নজরদারি করার জন্য ন্যাশনাল গার্ড ব্যবহার করতে পারেন।
এফপি/টিএ