সিঙ্গাপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে মেরামত করে ঢাকার পথে রওনা করেছে ফ্লাইটটি। এ ঘটনায় ১৭২ জন যাত্রী দুর্ভোগে পড়েন।
জানা গেছে, শনিবার (৯ আগস্ট) সকালে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে ফ্লাইটটি ১৭২ যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নেয়া হয়। প্রকৌশলীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিন মেরামত করেন।
এদিকে, ফ্লাইট বিজি৫৮৫-এর যাত্রীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন ক্যাপ্টেন এবং নিরাপদে যাত্রা সম্পন্ন করার জন্য সব ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।
এফপি/টিএ